CFL: ঘোষিত কলকাতা লিগের সূচি, কবে মরসুমের প্রথম ডার্বি?

People's Reporter: দুই প্রধানের মাঠে কোনো ম্যাচ দেওয়া হয়নি। সব ম্যাচই জেলায় হবে। ২৫ জুন উদ্বোধনী ম্যাচ।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি - সংগৃহীত
Published on

গতবারের লিগ চ্যাম্পিয়ন এখনও ঠিক হয়নি। তা ঠিক করবে আদালত। তার আগেই কলকাতা লিগের নতুন মরসুমের সূচি ঘোষণা করল আইএফএ। আগামী ১৯ জুলাই হবে মরসুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপ থাকার জন্য জন্য আপাতত ২০ জুলাই পর্যন্ত সাত রাউন্ডের সূচি ঘোষণা করেছে আইএফএ।

দুই প্রধানের মাঠে কোনো ম্যাচ দেওয়া হয়নি। সব ম্যাচই জেলায় হবে। ২৫ জুন হবে উদ্বোধনী ম্যাচ। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেহালা এসএস এবং কালীঘাট মিলন সংঘ।

২৭ জুন, নৈহাটিতে নিজেদের প্রথম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ মেসারার্স ক্লাব। ২৯ জুন ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে, কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। ৩০ জুন নৈহাটিতে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নামবে মোহনবাগান।

১৯ জুলাইয়ের ডার্বির জায়গা এখনও ঠিক না হলেও আইএফএ সূত্রে খবর বারাসাত স্টেডিয়ামে হবে ডার্বি। স্টেডিয়াম সংস্কারের পরে দীর্ঘদিন পরে এই মাঠে ফিরবে ফুটবল। আর সেটা ডার্বি দিয়েই।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের সূচি -

২৭ জুন, মেসারার্স, নৈহাটি

৩ জুলাই, সুরুচি সংঘ

৮ জুলাই, বেহালা এসএস

১২ জুলাই, কাস্টমস

১৫ জুলাই, পাঠচক্র

১৯ জুলাই, মোহনবাগান

মোহনবাগানের সূচি:

৩০ জুন, পুলিশ এসি, নৈহাটি

৩ জুলাই, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন

৭ জুলাই, রেলওয়ে এফসি

১১ জুলাই, জর্জ টেলিগ্রাফ

১৬ জুলাই, কালীঘাট মিলন সংঘ

১৯ জুলাই, ইস্টবেঙ্গল

ছবি প্রতীকী
FIFA Club World Cup: 'ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়' - মেসি 'ম্যাজিকে' মুগ্ধ ইন্টার মিয়ামির কোচ!
ছবি প্রতীকী
IND vs ENG: সিরিজ জিতবে ভারত! শুবমনের নেতৃত্বে আশাবাদী শচীন তেন্ডুলকর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in