

সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বাংলাকে হরিয়ানার বিরুদ্ধে জিততেই হতো। কিন্তু সে স্বপ্ন পূরণ হল না বাংলার। হরিয়ানার কাছে ২৪ রানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলা।
জয়ের জন্য ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা অল আউট হয়ে গেল ২০ ওভারে ১৬৭ রানেই। অভিষেক পোড়েল ২৪ বলে ৪৭, ঋত্বিক চট্টোপাধ্যায় ৩৩ বলে ৪৪ ও যুবরাজ কেসোয়ানি ১৪ বলে ২৫ রান করেন।
সোমবার বাংলার শেষ পাঁচ উইকেট পড়ে ২২ রানের ব্যবধানে। ১২ ওভারের শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১২৩। এর পর থেকেই ম্যাচের রাশ নেয় হরিয়ানা। অংশুল কম্বোজ, সুমিত কুমার, ইশান্ত ভরদ্বাজ ও সামন্ত জাখর দুটি করে উইকেট নেন।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। হরিয়ানা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। নিশান্ত সিন্ধু করেন ৩১ বলে ৪৮ রান।
মহম্মদ শামি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার ম্যাচে চার উইকেট দখল করে ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনে পৌঁছে যান তিনি। আকাশ দীপ ৪ ওভারে ৩২ ও প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২০ রান খরচ করে দুটি করে উইকেট নেন। সায়ন ঘোষ একটি উইকেট নিয়েছেন ৪ ওভারে ৪৬ রান দিয়ে। শাহবাজ আহমেদ ৪ ওভারে ৩২, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ১ ওভারে ১৭ ও করণ লাল ১ ওভারে ১৪ রান দেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন