

হরিয়ানার কাছে হেরে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার। ৪ উইকেটে জিতে সেমিফাইনালে উঠলো হরিয়ানা। জলে গেল বাংলার শাহবাজ আহমেদের শতরান।
সোমবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলা এবং হরিয়ানা। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ২২৫ রান তোলে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। শুরু থেকেই উইকেট পড়তে থাকে বাংলার। মিডল ওর্ডারে হাল ধরেন শাহবাজ আহমেদ। ১১৮ বল খেলে তিনি করেন ১০০ রান।
হরিয়ানার তরফ থেকে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ২টি করে উইকেট পান সুমিত কুমার এবং রাহুল তেওয়াটিয়া। একটি উইকেট পা নিশান্ত সিধু।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই যুবরাজ সিং-র উইকেট নেন বাংলার মহম্মদ কাইফ। হরিয়ানার হয়ে শতরান করেন অঙ্কিত কুমার। অধিনায়ক আশোক মেনারিয়ার ব্যাট থেকে আসে ৩৯ রান। শেষে রাহুল তেওয়াটিয়া (২১) এবং সুমিত কুমার (১০) অপরাজিত থেকে হরিয়ানাকে সেমিফাইনালে তোলে।
বাংলার হয়ে ২টি করে উইকেট পান প্রদীপ্ত প্রামাণিক এবং মহম্মদ কাইফ। ১টি করে উইকেট পান ইশান পোরেল এবং শাহবাজ আহমেদ। ম্যাচের সেরা হন হরিয়ানার যুজবেন্দ্র চাহাল।
অন্যদিকে, মুম্বইকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তামিলনাড়ু। বিদর্ভকে ৭ উইকেটে হারিয়ে শেষ চারে কর্ণাটকও। কেরালাকে ২০০ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রাজস্থান। শেষ চারে তামিলনাড়ুর মুখোমুখি হবে হরিয়ানা এবং রাজস্থান খেলবে কর্ণাটকের বিরুদ্ধে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন