Eden Gardens: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ইডেনে বাড়ছে আসন সংখ্যা! নতুন বছর থেকেই কাজ শুরু
বিশ্বকাপ শেষে ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো খবর। কলকাতার ইডেন গার্ডেন্সে দর্শক আসন সংখ্যা বাড়াচ্ছে সিএবি। এতদিন ইডেনের দর্শকসংখ্যা ছিল প্রায় ৬৬ হাজার। যা বেড়ে হতে চলেছে প্রায় ৯০ হাজারের কাছাকাছি।
দেশের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। যেখানে এক সঙ্গে ১ লাখ ৩০ হাজারের বেশি সমর্থক বসে খেলা দেখতে পারেন। তার পরেই ইডেন। দর্শকদের কথা মাথায় রেখেই ইডেনে আরও আসন সংখ্যা বাড়ানো হচ্ছে। ২০২৪ সাল থেকেই শুরু হবে ইডেন সংস্কারের কাজ।
মূলত, আকাশবাণী ও হাইকোর্ট সংলগ্ন গ্যালারির F, D, G, H এবং E ব্লকগুলি সংস্কার হবে। গ্যালারির মাথায় বসানো হবে ছাদ। বাড়বে কর্পোরেট বক্সের সংখ্যাও। সাধারণত কর্পোরেট বক্সগুলি ভাড়া দেয় সিএবি। ফলে ওই বক্সের সংখ্যা বাড়লে সিএবির আয়ের পরিমাণও বাড়বে।
২০২৬ টি২০ বিশ্বকাপ শুরুর আগেই ইডেনে সংস্কারের কাজ শেষ করার কথা রয়েছে। তবে, এই সংস্কারের জন্য আইপিএল ম্যাচ আয়োজনে কোনও অসুবিধা হবে না। এমনটাই জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।
চলতি বছর ভারতেই বিশ্বকাপ আয়োজিত হয়। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পায় ইডেন। কিন্তু তা সত্ত্বেও টিকিটের হাহাকার দেখা যায়। ভবিষ্যতে এই সমস্যা এড়াতেই এই পদক্ষেপ নিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আগে ইডেনে ১ লাখের অধিক দর্শক ম্যাচ দেখতে পারতেন। কিন্তু ২০১১ বিশ্বকাপের জন্য সংস্কারের পর ইডেনের দর্শকসংখ্যা কমে যায়।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

