WPL 2024: ২ কোটি টাকায় বিক্রি হলেন আনক্যাপড কাশভী গৌতম! কী তাঁর পরিচয়?

People's Reporter: কাশভীর জন্য ঝাঁপিয়ে পড়ে গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্জ। শেষে ২ কোটি মূল্যে এই এই অলরাউন্ডারকে দলে নেয় গুজরাট।
কাশভী গৌতম
কাশভী গৌতমছবি - সংগৃহীত

উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে নজির গড়লেন আনক্যাপড ভারতীয় অলরাউন্ডার কাশভী গৌতম। ২ কোটি টাকার বিনিময়ে তাঁকে কিনে নেয় গুজরাট জায়ান্ট। কিন্তু এই অনামী ক্রিকেটারের পেছনে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করার পেছনে কারণ টা কী?

শনিবার মহিলা আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম ছিল। সেখানে কাশভীর জন্য ঝাঁপিয়ে পড়ে গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্জ। শেষে ২ কোটি মূল্যে এই এই অলরাউন্ডারকে দলে নেয় গুজরাট। এই প্রথম কোনো অ্যানক্যাপড মহিলা ক্রিকেটারকে এত বেশী মূল্যে কোনো দল নিল।

এই কাশভীর জন্ম পাঞ্জাবের চণ্ডীগড়ে। বয়স ২০ বছর। তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং রাইট আর্ম মিডিয়াম পেসার। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে অনূর্ধ্ব-১৯ ঘরোয়া ক্রিকেট থেকে উত্থান হয় কাশভীর। চণ্ডীগড় বনাম অরুণাচল প্রদেশের একটি ম্যাচ চলছিল। সেই ম্যাচে তিনি একাই ১০ উইকেট নিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন। ৪.৫ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ১০ উইকেট নেন। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ নজর দেয় কাশভীর উপর।

কাশভীর পাশাপাশি আরেক ভারতীয় অ্যানক্যাপড ক্রিকেটার বৃন্দা দীনেশের মূল্যও ওঠে কোটি টাকার ওপরে। ১.৩০ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্জ। নিলামের প্রথম দিনে ৩০ জন প্লেয়ারকে কিনেছে ফ্রাঞ্চাইজিগুলি। কাশভী বাদে ২ কোটি দাম উঠেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডের। তাঁকে কিনেছে দিল্লি ক্যাপিটালস।

একনজরে দেখা যাক কোন কোন ফ্রাঞ্চাইজি কাকে কাকে দলে নিল -

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - সিমরণ বাহাদুর (৩০ লাখ), জর্জিয়া ওয়ারেহাম (৪০ লাখ), এস মেঘনা (৩০ লাখ), কেট ক্রস (৩০ লাখ), একতা বিস্ত (৬০ লাখ), শুভা সতীশ (১০ লাখ) এবং সোফি মোলিনেক্স (৩০ লাখ)।

গুজরাট জায়ান্টস - কাশভী গৌতম (২ কোটি) ফোবি লিচফিল্ড (১ কোটি), বেদা কৃষ্ণমূর্তি (৩০ লাখ), মেঘনা সিং (৩০ লাখ), লরেন (৩০ লাখ), প্রিয়া মিশ্র (২০ লাখ), ক্যাথরিন ব্রাইস (১০ লাখ), মান্নাত কাশ্যপ (১০ লাখ) এবং তারান্নম পাঠান (১০ লাখ)।

মুম্বই ইন্ডিয়ান্স - শবনিম ইসমাইল (১.২০ কোটি), এস সঞ্জনা (১৫ লাখ), আমনদীপ কৌর (১০ লাখ), ফতিমা জেফার (১০ লাখ) এবং কীর্তনা বালাকৃষ্ণা (১০ লাখ)।

দিল্লি ক্যাপিটালস - অ্যানাবেল সাদারল্যান্ড (২ কোটি), অপর্ণা মণ্ডল (১০ লাখ) এবং অশ্বনী কুমারী (১০ লাখ)।

ইউপি ওয়ারিয়র্জ - ড্যানি ওয়াট (৩০ লাখ), বৃন্দা দীনেশ (১.৩০ কোটি), গৌহের সুলতানা (৩০ লাখ), পুনাম খেমনার (১০ লাখ) এবং সাইমা ঠাকোর (১০ লাখ)।

কাশভী গৌতম
ISL 2023-24: আইএসএলের মাঝপথেই ছাঁটাই সুনীলদের হেডস্যার!
কাশভী গৌতম
ভারতীয় ফুটবলেও চালু হবে 'VAR' পদ্ধতি! ফেডারেশন আগ্রহী থাকলেও ভাবাচ্ছে ম্যাচ প্রতি খরচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in