ISL 2023-24: আইএসএলের মাঝপথেই ছাঁটাই সুনীলদের হেডস্যার!

People's Reporter: শুধুমাত্র গ্রেসন’ই নন, তাঁর পাশাপাশি চাকরি গিয়েছে সহকারি কোচ নেইল ম্যাকডোনাল্ডেরও।
সিমন গ্রেসন
সিমন গ্রেসনছবি - সংগৃহীত

কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল সিমন গ্রেসনকে। বেঙ্গালুরু এফসি’র হয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, সুপার কাপের ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি আইএসএল’এ সুনীল ছেত্রীদের ফাইনালে তোলার পিছনে বিরাট অবদান রয়েছে এই ইংরেজ কোচের। তাঁকেই এবার ছাঁটাই করে দিল বেঙ্গালুরু এফসি

একটা সময় দুরন্ত ফর্মে ছিলেন গ্রেসন। তাঁর তত্ত্বাবধানে একের এক ট্রফি এসেছে বেঙ্গালুরু শিবিরে। কিন্তু চলতি মরসুমের শুরু থেকেই তাঁকে এবং দলকে ছন্দে পাওয়া যাচ্ছে না। চলতি আইএসএলে নয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন সুনীলরা। বাকি আটটি ম্যাচের মধ্যে চারটি হেরেছে এবং চারটি ড্র করেছে।

তবে শুধুমাত্র গ্রেসন’ই নন, তাঁর পাশাপাশি চাকরি গিয়েছে সহকারি কোচ নেইল ম্যাকডোনাল্ডেরও। ছাঁটাইয়ের পর গ্রেসনের উদ্দেশ্যে বেঙ্গালুরু’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা গ্রেসনকে ধন্যবাদ জানাতে চাই। গত মরসুমে তাঁর তত্ত্বাবধানে দল দুরন্ত পারফরম্যান্স করেছে। এমনকি তাঁর সৌজন্যে বেঙ্গালুরুর ট্রফি ক্যাবিনেটে ডুরান্ড কাপ যুক্ত হয়েছে। তাই তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’

২০২২-২৩ মরসুমে বেঙ্গালুরু’র সঙ্গে যুক্ত হয়েছিলেন গ্রেসন। তাঁর প্রশিক্ষণে তিনটি বড় টুর্নামেন্ট (সুপার কাপ, আইএসএল এবং ডুরান্ড কাপ) ফাইনালে খেলেছেন সুনীল’রা। সেই ইংরেজ কোচকেই এবার বিদায় জানাল বেঙ্গালুরু।

সিমন গ্রেসন
ভারতীয় ফুটবলেও চালু হবে 'VAR' পদ্ধতি! ফেডারেশন আগ্রহী থাকলেও ভাবাচ্ছে ম্যাচ প্রতি খরচ
সিমন গ্রেসন
ISL 2023-24: শেষ ম্যাচ ৫-০ গোলে জিতেও পাঞ্জাব ম্যাচের আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in