ভারতীয় ফুটবলেও চালু হবে 'VAR' পদ্ধতি! ফেডারেশন আগ্রহী থাকলেও ভাবাচ্ছে ম্যাচ প্রতি খরচ
চলতি আইএসএলে প্রায় প্রতি ম্যাচেই রেফারিং নিয়ে প্রশ্ন উঠছে। তাই ফুটবলকে ত্রুটিমুক্ত করতে ভারতীয় ফুটবলেও 'ভিডিও অ্যাসিস্টেন্ট রেফরি' বা 'ভিএআর' প্রযুক্তি আনার কথা ভাবছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
জর্জ টেলিগ্রাফ ক্লাবের অনুষ্ঠানে এসে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, "আনুমানিক কত খরচ হয় সেটা জানার জন্য চারজন ফিফা স্বীকৃত এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি। আশা করছি জানুয়ারির মাঝামাঝি প্রত্যেকেই জানাতে পারবে। ফিফার রেফারি বোর্ডের চেয়ারম্যান কলিনার সঙ্গে ইমেলে কথা হয়েছে। জানুয়ারির শেষদিকে উনি এখানে আসবেন। তারকা খেলোয়াড় নিয়ে এসে লাভ নেই। ভারতীয় ফুটবলের দৃষ্টিকোন থেকে দেখা গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবতে হবে"।
তিনি আরও বলেন, "আর্সেন ওয়েঙ্গার এলে ট্যালেন্ট ডেভেলপমেন্ট হবে, কলিনা এলে রেফারি ডেভলপমেন্ট হবে। ভিএআর নিয়ে আমরা আরও এগোতে পারবো। এই প্রযুক্তি আমরা শীঘ্রই আনবো। ম্যাচ প্রতি বাজেট মূল্যায়ন করেই এগোনো হবে।"
এছাড়া সদ্য অবসর নেওয়া গোলকিপার সুব্রত পালের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান ফেডারেশন সভাপতি। তিনি বলেন, "সুব্রত পাল, সন্দীপ নন্দী, সংগ্রাম মুখার্জি এবং শিল্টন পালকে নিয়ে নতুন প্রকল্পের কথা ভাবছে ফেডারেশন। গোলকিপারদের অ্যাকাডেমি করার কথাও ভাবা হচ্ছে। সেখানে এই চার বাঙালি গোলকিপারকে কাজে লাগানো হতে পারে। সুব্রত দেশের সেরা গোলকিপারদের মধ্যে অন্যতম। প্রচুর ম্যাচ বাঁচিয়েছে। বাংলার চার অন্যতম সেরা গোলকিপারকে নিয়ে আমরা একটা প্ল্যান করছি। কথাবার্তা চলছে। বাংলা থেকে গোলকিপার তুলে আনার ক্ষেত্রে এরা সাহায্য করতে পারবে"।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

