

দশ বছর পরে সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সেরার খেতাব পেল বাংলা। পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু হর গোবিন্দ সাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলা ৩-০ গোলে দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
গোটা টুর্নামেন্টে গোলের মধ্যে থাকা সাগ্নিক কুন্ডু হ্যাটট্রিক করে। বাংলার কোচ গৌতম ঘোষ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ফুটবলারদের। আইএফএ সচিব অনির্বাণ দত্ত চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন।
সন্তোষ ট্রফিতে সাফল্য দিয়ে বছর শুরু হয়েছিল বাংলা ফুটবলের। বছরের শেষ ভাগে এসে সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে বাংলা ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুটে আর একটা পালক যোগ হল।
দলকে অভিনন্দন জানিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘অনূর্ধ্ব ১৪ সাব জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলা ৩-০ গোলে দিল্লিকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর আবার ভারত সেরা হল। বাংলার এই দলে নিয়মিত প্রথম একাদশে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’ থেকে পাঁচ ফুটবলার প্রতিনিধিত্ব করেছে। তারা হল অতনু মুর্মু (মিডফিল্ডার), উরচিন সাহা (গোলকিপার), সবুজ মন্ডল (সেন্ট্রাল ব্যাক), সৌম্যদীপ বারুই (সেন্টাল ব্যাক) এবং সুমন গুইন (গোলকিপার)। ভারত সেরা হওয়ার জন্য বাংলার খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন। একইসঙ্গে শুভেচ্ছা রইল অনুর্ধ-১৪ ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য’।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন