AUS vs IND: ভারতীয় স্পিনারদের দাপটে ধরাশায়ী অস্ট্রেলিয়া, সিরিজে ২-১ ব্যবধানে লিড সূর্যকুমারদের

People's Reporter: ৫ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয় ম্যাচ ৪ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় এবং চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়াকে পরাজিত করে ভারত।
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারালো ভারত
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারালো ভারতছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে লিড নিল ভারত। ভারতীয় স্পিনারদের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়লো অজিদের ব্যাটিং লাইন আপ।

৫ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয় ম্যাচ ৪ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় এবং চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়াকে পরাজিত করে ভারত। আগামী শনিবার সিরিজ নির্ণায়ক ম্যাচ। ভারত জিতলে সিরিজ ৩-১ ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়াকে। আর অস্ট্রেলিয়া জিতলে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হবে।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত। ২১ বলে ২৮ রান করেন অভিষেক শর্মা। ৩৯ বল খেলে ৪৬ রানে ফিরতে হয় শুবমন গিলকে। ১৮ বলে ২২ রান করেন শিবম দুবে, ১০ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক সূর্য কুমার যাদব। তিলক বর্মা ফেরেন ৫ রানে এবং জীতেশ শর্মা আউট হন ৩ রান করে। ভারতের ইনিংসের শেষে ১১ বলে ২১ রান করেন অক্ষর প্যাটেল।

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট পান বার্টলেট এবং মার্কস স্টয়নিস।

জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভাবে ব্যাট করতে থাকেন মিচেল মার্শ এবং ম্যাথিউ শর্ট। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে প্রথম ধাক্কা দেন অক্ষর প্যাটেল। ১৯ বলে ২৫ রান করে ফিরতে হয়ে শর্টকে। এরপর মিচেল মার্শ ২৪ বলে ৩০ রানে ফেরেন। দুই ওপেনার ছাড়া আর কোনও অজি ব্যাটার বেশি রান করতে পারেননি। জশ ইংলিস (১২), টিম ডেভিড (১৪), জশ ফিলিপ (১০), মার্কস স্টয়নিস (১৭), গ্লেন ম্যাক্সওয়েল (২), বেন (৫), বার্টলেট (০) এবং অ্যাডাম জাম্পা ০ রানে আউট হন।

ভারতের হয়ে ৩টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২টি করে উইকেট পান অক্ষর প্যাটেল এবং শিবম দুবে। ১টি করে উইকেট নেন আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ। আন্তর্জাতিক টি-২০তে মোট ৯৯টি উইকেটের মালিক হলেন জসপ্রীত। আর ১টি উইকেট নিলে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ১০০ উইকেটের মালিক হবেন বুমরাহ।

অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারালো ভারত
'ভোজ্যতেলের পরিমাণ কমানো উচিত' - স্থূলতা নিয়ন্ত্রণে হরমনপ্রীতদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর!
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারালো ভারত
IND vs SA Test: ফের ব্রাত্য শামি! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা হতেই ক্ষোভ নেটিজেনদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in