

ফের ব্রাত্য মহম্মদ শামি। তারকা পেসারকে বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে দলে নেওয়া হলো সদ্য চোট থেকে সেরে ওঠা ঋষভ পন্থকে। যার কারণে নির্বাচকদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে ইডেনে। সেই স্কোয়াডে নেই শামি। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে প্রথম ২টি ম্যাচে ১৫টি উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। বিসিসিআই-র নির্বাচক কমিটির অন্যতম সদস্য আরপি সিং-কে শামির সাথে কথাও বলতে দেখা গিয়েছিল ইডেনে। অনেকেই ভেবেছিলেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় স্কোয়াডে ফিরতে পারেন শামি। কিন্তু তা হল না। তাঁকে বাদ দিয়েই বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
স্কোয়াডে রাখা হয়েছে ঋষভ পন্থকে। তিনি সহ অধিনায়ক। ঋষভ জায়গা পেলে শামিরও স্কোয়াডে থাকা উচিত ছিল বলেই অনেকের দাবি। আবার অনেকে প্রধান নির্বাচক অজিত আগারকরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
এক এক্স ব্যবহারকারী লেখেন, "আগারকর একজন মাঝারি মানের ক্রিকেটার ছিলেন, শামির মতো কখনও ভালোবাসা এবং শ্রদ্ধা পাননি। এই কারণেই মাঝারি মানের মানুষদের কখনও এত বিশাল ক্ষমতা পাওয়া উচিত নয়। বুমরাহের পাশাপাশি মহম্মদ শামি ভারতের সর্বকালের সেরা দুই পেস বোলারের মধ্যে একজন এবং তিনি এই ধরণের আচরণ পাওয়ার যোগ্য নন"।
এর আগে প্রধান নির্বাচক অজিত আগারকরের উদ্দেশ্যে সরব হয়েছিলেন শামি। তিনি বলেছিলেন, আমি ফিট বা আমাকে দলে নেওয়া যেতে পারে, সেটা দেখার দায়িত্ব আমার নয়। আমি ফিট বলেই ম্যাচ খেলছি, উইকেট নিচ্ছি। আমি কাউকে আপডেট দিতে যাব কেন? নির্বাচকরা চাইলে আমাকে স্কোয়াডে নেবেন।
অতীতে সাংবাদিক সম্মেলনে আগারকর জানিয়েছিলেন, শামি ফিট থাকলে অবশ্যই তাঁকে দলে নেওয়া হত। সে অসাধারণ বোলার। কিন্তু ম্যাচ খেলার জন্য ফিট হতে হবে আগে।
ভারতীয় স্কোয়াড - শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক, সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং আকাশ দীপ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন