বিমানে ওঠার টাকা ছিল না ভারতীয় মহিলা ক্রিকেট দলের! সাহায্যের হাত বাড়িয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী

People's Reporter: আজ থেকে প্রায় দুই দশক আগে, যখন উইমেনস ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (WCAI) আর্থিক সংকটে জর্জরিত ছিল।
মিতালী রাজের সাথে মন্দিরা বেদী
মিতালী রাজের সাথে মন্দিরা বেদীছবি - সংগৃহীত
Published on

ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। রবিবার নবি মুম্বইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে ভারত প্রথমবারের মতো আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতে নিয়েছে। এই জয় একদিনে আসেনি। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। একটা সময় ভারতীয় মহিলা দলের বিদেশে গিয়ে খেলার জন্য অর্থ ছিল না। সেই সময় আর্থিক সহায়তা করেছিলেন অভিনেত্রী মন্দিরা বেদী।

আজ থেকে প্রায় দুই দশক আগে, যখন উইমেনস ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (WCAI) আর্থিক সংকটে জর্জরিত ছিল, তখন তাদের পাশে দাঁড়িয়েছিলেন এক অপ্রত্যাশিত মুখ - বলিউড অভিনেত্রী মন্দিরা বেদী।

২০০৩ সালে মন্দিরা, একটি ডায়মন্ড জুয়েলারির বিজ্ঞাপনে কাজ করেন। সেই বিজ্ঞাপন থেকে পাওয়া সম্পূর্ণ পারিশ্রমিক তিনি দান করেন WCAI-কে। তাঁর সেই সহায়তায় ভারতীয় মহিলা দল ইংল্যান্ড সফরের বিমান টিকিটের খরচ জোগাড় করতে সক্ষম হয়েছিল।

শুধু তাই নয়, মন্দিরা একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে মহিলা ক্রিকেটের জন্য স্পনসর জোগাড়ের উদ্যোগও নেন। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর-এর ছোট বোন তথা প্রাক্তন ক্রিকেট প্রশাসক নূতন গাভাসকর জানান, "WCAI গঠিত হয়েছিল ১৯৭৩ সালে এবং ২০০৬ সাল পর্যন্ত তারাই মহিলা জাতীয় দল নির্বাচন করত। তখন টাকার অভাব ছিল, কিন্তু মেয়েরা খেলত ভালোবাসা ও আবেগ থেকে"।

তিনি আরও বলেন, “একবার নিউজিল্যান্ড সফরে আমাদের দলের থাকার জায়গার টাকাও ছিল না। তখন কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত পরিবার তাঁদের ঘরে আশ্রয় দিয়েছিলেন। আরেকবার মন্দিরা বেদী একটি হীরের বিজ্ঞাপন করে সেই পারিশ্রমিক সম্পূর্ণ দান করেছিলেন। সেই টাকাতেই দলের ইংল্যান্ড সফরের বিমান ভাড়া মেটানো সম্ভব হয়েছিল।”

আজ যখন ভারতীয় মহিলা দল বিশ্বকাপের শিরোপা হাতে ইতিহাস গড়েছে, তখন মন্দিরা বেদীর মতো অনেকের অবদানই মনে করিয়ে দেয় সকলকে। সাফল্যের ভিত্তি গড়ে উঠেছিল তাঁদের নিরলস পরিশ্রম ও নিঃস্বার্থ সহায়তার উপর।

মিতালী রাজের সাথে মন্দিরা বেদী
'এখনই নেতৃত্ব ছাড়া উচিত' - বিশ্বকাপজয়ী হরমনপ্রীতের উপর ভরসা নেই প্রাক্তন অধিনায়কের!
মিতালী রাজের সাথে মন্দিরা বেদী
পর্দার 'কবির খান' আজ অমল মজুমদার! জাতীয় দলে ডাক না পাওয়া ক্রিকেটারের হাত ধরেই বিশ্বসেরা ভারত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in