

ভারতকে প্রথমবার বিশ্বকাপ জিতিয়েছেন হরমনপ্রীত কৌর। আর তাঁকেই নেতৃত্ব থেকে সরানোর দাবি জানালেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শান্থা রঙ্গস্বামী। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি স্মৃতি মান্থানাকে অধিনায়ক করার দাবি জানান শান্থা।
নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। ৫২ বছর পর একদিনের মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারত। এর আগে মিতালী রাজের নেতৃত্বে দু'বার বিশ্বকাপ ফাইনালে উঠেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে ঘরের মাঠে হরমনপ্রীতের নেতৃত্বে সেই অসাধ্য সাধন করল ভারতের মেয়েরা।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় প্রাক্তন অধিনায়ক শান্থা রঙ্গস্বামী জানান, "বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর-এর এখনই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত এবং স্মৃতি মান্ধানার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া উচিত। হরমন ব্যাটার ও ফিল্ডার হিসেবে অসাধারণ। কিন্তু অধিনায়ক হিসেবে কৌশলগত ভুল তাঁর হয়ে যায়। আমি মনে করি, নেতৃত্বের বোঝা ছেড়ে দিলে সে আরও ভালোভাবে দলের হয়ে অবদান রাখতে পারবে"।
৬৯ বছর বয়সি এই প্রাক্তন অধিনায়ক, যিনি ভারতের প্রথম মহিলা ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছিলেন, মনে করেন স্মৃতি মন্ধানাই হরমনপ্রীতের যোগ্য উত্তরসূরি। তিনি বলেন, আগামী ২০২৯ সালের ওডিআই বিশ্বকাপ ও ২০২৬ সালের যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা করা জরুরি।
তিনি বলেন, "স্মৃতিকে সব ফরম্যাটের অধিনায়ক করা উচিত। ভবিষ্যতের বিশ্বকাপগুলোকে লক্ষ্য করেই এখন দল তৈরি করতে হবে। দেশের মাটিতে বিশ্বকাপ জয় করা এক বিরাট অর্জন। কিন্তু এখনই সময় দলকে আরও শক্তিশালী করা, নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা"।
২৯ বছর বয়সি স্মৃতি মান্ধানা ইতিমধ্যেই বহুবার ভারতের নেতৃত্ব দিয়েছেন। ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ মহিলা অধিনায়ক হন। সম্প্রতি, ২০২৫ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও তিনি দলের নেতৃত্ব দেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন