

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় টিমের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এমনটাই জানিয়েছেন।
এই প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দেশজুড়ে উদযাপন চলছে। এই আবহে মহিলাদের বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানালেন দেবজিৎ সাইকিয়া। তিনি বলেন, "ভারতীয় মহিলা ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই ঐতিহাসিক সাফল্য"।
উল্লেখ্য, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় পুরুষ দল, কোচ, সাপোর্টিং স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার দিয়েছিল বিসিসিআই। যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জন ৫ কোটি টাকা করে পেয়েছিলেন।
রবিবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ইতিহাস রচনা করেছে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৯৮ রান করে ভারত।। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২৯৯। স্মৃতি এবং শেফালী ছাড়া ৫৮ রানের অসাধারণ ইনিংস খেলেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। সেমিফাইনালে সেঞ্চুরি করা জেমিমা ২৪ রানে ফেরেন, ২০ রান করে আউট হন অধিনায়ক হরমনপ্রীত কৌর। আমনজোৎ কৌর মাত্র ১২ রানে নিজের উইকেট হারান। ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ (২৪ বলে ৩৪ রান করেন)।
জবাবে ব্যাট করতে নেমে লড়াইটা কার্যত প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট বনাম ভারতীয় বোলারদের মধ্যে হয়। উলভার্ট করলেন ১০১ রান। ৯.৩ ওভার বল করে ৩৯ রানের বিনিময়ে ৫ উইকেট নেন দীপ্তি শর্মা। শেফালী ভর্মা ৭ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট পান এবং ১টি উইকেট নেন শ্রী চরণী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন