

আইসিসি মহিলা বিশ্বকাপ ফাইনালে ৮৭ রান করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় ওপেনার শেফালী ভর্মা। ২০২৫ বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দলেই ছিলেন না তিনি। তবে ছন্দে থাকা প্রতীকা রাওয়ালের চোটের কারণে পরিবর্ত হিসেবে তাঁকে বেছে নিয়েছিলেন নির্বাচকরা। যা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। পাশাপাশি ফাইনালে ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে সর্বাধিক রানের মালিক হলেন তিনি।
রবিবার মহিলা বিশ্বকাপ ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। স্মৃতি মন্ধানা এবং শেফালী ভর্মা মিলে ১০৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ৫৮ বলে ৪৫ রান করে আউট হন স্মৃতি। এরপর ২৭.৫ ওভারে ৭৮ বল খেলে ৮৭ রানে ফিরতে হয়ে শেফালীকে। নিজের ইনিংসে ৭টি চার এবং ২টি ছয় মেরেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান প্রতীকা রাওয়াল। বাউন্ডারি বাঁচাতে গিয়ে তাঁর পা মাঠে আটকে যায়। শেফালীর বদলে বিশ্বকাপ স্কোয়াডে প্রতীকাকে বেছে নেওয়া হয়েছিল। যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২২ রানের অসাধারণ ইনিংসও খেলেছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫ রান করেছিলেন। স্মৃতি এবং প্রতীকা রাওয়াল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৫ রান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১২ রানের পার্টনারশিপ গড়েছিলেন। কিন্তু চোটের কারণে ছিটকে যেতে হয় তাঁকে।
তারপরই ১৫ সদস্যের বাইরে থাকা শেফালীকে বেছে নেন নির্বাচকরা। রিজার্ভ ব্যাটার হিসেবে ছিলেন তেজল হাসাবনিস। কিন্তু তাঁকে বেছে নেওয়া হয়নি। আগস্ট মাসে শেফালীকে বাদ দিয়েই মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছিল। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি শেফালীর অন্তর্ভুক্তির অনুমোদন দেয়। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ বল খেলে ১০ রানে আউট হয়েছিলেন। ফাইনালে তিনি বুঝিয়ে দিলেন কেন তাঁকে নির্বাচকরা বেছে নিয়েছেন।
এর আগে ২০০৫ ও ২০১৭ সালে মহিলা বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত। দু'বারই ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন অঞ্জু জৈন। তাঁর ব্যাট থেকে এসেছিল ২৯ রান। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন পুনাম রাউত। তিনি ১১৫ বলে ৮৬ রান করেছিলেন। শেফালী করলেন ৭৮ বলে ৮৭ রান।
৫০ ওভারে ভারতের রান ২৯৮। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ২৯৯। স্মৃতি এবং শেফালী ছাড়া ৫৮ রানের অসাধারণ ইনিংস খেলেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। সেমিফাইনালে সেঞ্চুরি করা জেমিমা ২৪ রানে ফেরেন, ২০ রান করে আউট হন অধিনায়ক হরমনপ্রীত কৌর। আমনজোৎ কৌর মাত্র ১২ রানে নিজের উইকেট হারান। ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ (২৪ বলে ৩৪ রান করেন)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন