Rohan Bopanna: 'অবশেষে র‍্যাকেট নামানোর সময় এসেছে' - আন্তর্জাতিক টেনিস থেকে অবসর রোহন বোপান্নার

People's Reporter: বোপান্নার শেষ প্রতিযোগিতা ছিল প্যারিস মাস্টার্স ১০০০, যেখানে তিনি আলেকজান্ডার বুবলিক-এর সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু দুজনেই রাউন্ড অফ ৩২-এ পরাজিত হন।
রোহন বোপান্না
রোহন বোপান্নাফাইল চিত্র- সংগৃহীত
Published on

পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন ভারতের টেনিস কিংবদন্তি রোহন বোপান্না (Rohan Bopanna)। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে গর্বিত করার পর ৪৪ বছর বয়সি তারকা নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে বিদায়ের কথা জানিয়েছেন।

বোপান্নার শেষ প্রতিযোগিতা ছিল প্যারিস মাস্টার্স ১০০০, যেখানে তিনি আলেকজান্ডার বুবলিক-এর সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু দুজনেই রাউন্ড অফ ৩২-এ জন পিয়ার্স ও জেমস ট্রেসি-র কাছে ৫-৭, ৬-২ এবং ১০-৮ ব্যবধানে পরাজিত হন।

ভারতের ইতিহাসে অন্যতম সেরা টেনিস তারকা হলেন বোপান্না। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। তিনি ২০১৭ সালে কানাডার গ্যাব্রিয়েলা ড্যাব্রোস্কি-র সঙ্গে জুটি বেঁধে ফ্রেঞ্চ ওপেন মিক্সড ডাবলস শিরোপা জয় করেছিলেন। এছাড়া ৪৩ বছর ১১ মাস বয়সে অস্ট্রেলিয়া ওপেন গ্র্যান্ডস্লাম জিতে পুরুষদের মধ্যে সবথেকে বেশি বয়সে গ্র্যান্ডস্লাম জেতা প্রথম প্লেয়ার হন রোহন বোপান্না।

ইনস্টাগ্রামে নিজের অবসর ঘোষণা করে টেনিস তারকা শুরুতেই লেখেন, “A Goodbye... But Not The End” - বোপান্না তাঁর যাত্রার শুরু থেকে আজকের এই সাফল্য পর্যন্ত স্মৃতিচারণ করেন। তিনি জানান, “২০ বছরের অবিশ্বাস্য যাত্রার পর অবশেষে র‍্যাকেট নামানোর সময় এসেছে। যখন আমি এটি লিখছি, তখন আমার হৃদয় ভারী এবং কৃতজ্ঞতা উভয়ই অনুভূত হচ্ছে। ভারতের কুর্গের একটি ছোট শহর থেকে আমার যাত্রা শুরু করা, আমার সার্ভকে শক্তিশালী করার জন্য কাঠ কাটা, স্ট্যামিনা তৈরি করার জন্য কফি এস্টেটগুলির মধ্য দিয়ে দৌড়ানো এবং ভাঙা কোর্টে স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে বিশ্বের বৃহত্তম অ্যারিনার আলোর নীচে দাঁড়ানো - সবকিছুই অবাস্তব মনে হয়। এই পথটা ছিল স্বপ্নের থেকেও সুন্দর।”

বোপন্না তাঁর পরিবারের সদস্য, কোচ, ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তাঁর দীর্ঘদিনের কোচ স্কট-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আপনি শুধু আমার কোচ নন, একজন বন্ধু ও পরামর্শদাতা, যিনি আমাকে মানুষ হিসেবেও গড়ে তুলেছেন। প্রতিবার যখন আমি ভারতের পতাকা নিয়ে কোর্টে নামতাম, মনে হতো আমি শুধু নিজের জন্য নয়, দেশের গৌরবের জন্য খেলছি।”

অবসরের পরও টেনিস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হচ্ছেন না বোপান্না। বরং তিনি জানিয়েছেন, ছোট শহর থেকে উঠে আসা তরুণ প্রতিভাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করতে চান। বোপান্না লেখেন, "এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। এখন আমার পালা ফিরিয়ে দেওয়ার। যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে, ছোট জায়গা থেকে শুরু মানেই সীমিত গন্তব্য নয়"।

রোহন বোপান্না
Kolkata Derby: ডার্বি ড্র করে সুপার কাপ সেমিতে ইস্টবেঙ্গল, ম্যানেজমেন্টকে দুষলেন মোহনবাগান কোচ
রোহন বোপান্না
জেমিমা-হরমনপ্রীতের দুরন্ত লড়াই, ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in