ICC Women's WC: বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেই হরমনপ্রীতদের ১২৫ কোটির আর্থিক পুরস্কার দেবে বিসিসিআই!

People's Reporter: ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় পুরুষ দল, কোচ, সাপোর্টিং স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার দিয়েছিল বিসিসিআই।
টিম ইন্ডিয়া
টিম ইন্ডিয়াছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

মহিলা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেই ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। বিসিসিআই সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

ফাইনালের আগেই সুখবর হরমনপ্রীত বাহিনীর জন্য। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতীয় মহিলারা শিরোপা জিতলেই বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়া হবে। মূলত বিসিসিআই-র 'সমবেতন নীতি' অনুসরণ করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

রবিবার অর্থাৎ আজ নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত কোনো দলই বিশ্বকাপ শিরোপা জেতেনি। ২০০৫ এবং ২০০৭ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেও হারতে হয় ভারতকে। ঘরের মাঠে শিরোপা জেতাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ভারতের মহিলা ব্রিগেডের কাছে।

উল্লেখ্য, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় পুরুষ দল, কোচ, সাপোর্টিং স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার দিয়েছিল বিসিসিআই। যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জন ৫ কোটি টাকা করে পেয়েছিলেন।

তৎকালীন হেড কোচ রাহুল দ্রাবিড় সহ অন্যান্য কোচদের দেওয়া হয়েছিল ২.৫ কোটি টাকা করে। ৩ ফিজিওথেরাপিস্ট কমলেশ জৈন, যোগেশ পারমার, তুলসি রাম যুবরাজ, ৩ জন থ্রোডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্র, নুয়ান উড়েনেকে, দয়ানন্দ গরানি, দু’জন ম্যাসিয়োর রাজীব কুমার, অরুণ কানাড়ে এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে দেওয়া হয়েছল ২ কোটি টাকা করে।

বিশ্বকাপের জন্য ভারতীয় রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং, খালিল আহমেদ, শুবমন গিল এবং আবেশ খানও পান ১ কোটি টাকা করে। পাশাপাশি অজিত আগরকর সহ নির্বাচক কমিটির ৫ জন সদস্যদেরও দেওয়া হয় ১ কোটি টাকা করে। অবশিষ্ট অর্থ দলের সাথে বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য আমেরিকায় যাওয়া সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানা যায়।

টিম ইন্ডিয়া
Rohan Bopanna: 'অবশেষে র‍্যাকেট নামানোর সময় এসেছে' - আন্তর্জাতিক টেনিস থেকে অবসর রোহন বোপান্নার
টিম ইন্ডিয়া
Kolkata Derby: ডার্বি ড্র করে সুপার কাপ সেমিতে ইস্টবেঙ্গল, ম্যানেজমেন্টকে দুষলেন মোহনবাগান কোচ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in