পর্দার 'কবির খান' আজ অমল মজুমদার! জাতীয় দলে ডাক না পাওয়া ক্রিকেটারের হাত ধরেই বিশ্বসেরা ভারত

People's Reporter: ভারতীয় জাতীয় ক্রিকেট দলে কোনও দিন সুযোগ না পেয়ে মহিলা ক্রিকেট দলকে প্রথমবার বিশ্বসেরা করলেন অমল মজুমদার।
চক দে ইন্ডিয়ার শাহরুখের চরিত্রের সাথে তুলনা অমল মজুমদারকে
চক দে ইন্ডিয়ার শাহরুখের চরিত্রের সাথে তুলনা অমল মজুমদারকেছবি - সংগৃহীত
Published on

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথম খেতাব জিতল ভারত। আর এই ম্যাচ জয়ের অন্যতম কারিগর হলেন জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ অমল মজুমদার। যিনি ভারতের সিনিয়র জাতীয় দলে কোনও দিন ডাকই পাননি। অনেকে সিনেমার 'কবির খান'-এর সাথে তাঁর তুলনা টেনে 'চক দে! ইন্ডিয়া ২' করার দাবি জানাচ্ছেন।

১৮ বছর আগে শাহরুখ খান অভিনীত সিনেমা 'চক দে! ইন্ডিয়া' দর্শকদের মন জয় করেছিল। সিনেমাতে একজন 'বিশ্বাসঘাতক' তকমা পাওয়া হকি খেলোয়াড় থেকে বিশ্বকাপ জয়ী মহিলা হকি দলের কোচ হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করার লড়াই দেখানো হয়েছে। ঠিক একইভাবে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে কোনও দিন সুযোগ না পেয়ে মহিলা ক্রিকেট দলকে প্রথমবার বিশ্বসেরা করলেন অমল মজুমদার।

বিশ্বকাপ জিতে অমল মজুমদার বলেন, "আমরা কোনওদিনই পিছু হটিনি। আমরা বেশিরভাগ ম্যাচেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিলাম। তবে ম্যাচ শেষ করা নিয়ে একটু সমস্যা হচ্ছিল। মেয়েরা অসাধারণ কাজ করেছে। আর শেফালী হল ম্যাজিকল। সেমিফাইনাল, ফাইনাল - দুটো ম্যাচেই ভালো খেলেছে। ঘরের মাঠে এত সমর্থকদের সামনে বাড়তি চাপ থাকেই। কিন্তু সেগুলো নিয়েও ফাইনালে ৮৭ রান সহ ২টি উইকেট নিয়েছে"।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ১১ নভেম্বর মহারাষ্ট্রের মুম্বইতে জন্মগ্রহণ করেন অমল মজুমদার। ২০২৩ সালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়। তারপর থেকে অনেক সাফল্য এনে দিয়েছেন ভারতকে। ২০২৫ বিশ্বকাপ জিতে নিজের যোগ্যতা প্রমাণ করলেন অমল মজুমদার। ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের বেশি রান থাকার পরেও সিনিয়র জাতীয় দলে কোনও দিন জায়গা হয়নি তাঁর।

১৯৯৩-৯৪ মরসুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে অভিষেক হয় অমল মজুমদারের। ১৯৯৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ১৭১ ম্যাচে ২৬০ ইনিংসে ১১১৬৭ রান রয়েছে তাঁর। যার মধ্যে ৬০টি অর্ধশতরান এবং ৩০টি সেঞ্চুরি রয়েছে। সর্বাধিক তিনি ২৬০ রান করেছিলেন (হরিয়ানার বিপক্ষে)। গড় ৪৮.১। স্ট্রাইকরেট ৭২.৭।

১৯৯৪ সালে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল অমলকে। তাঁকে 'নতুন তেন্ডুলকর' হিসেবেও অ্যাখ্যা দেওয়া হয়। ১৯৯৪-৯৫ মরসুমে ভারত এ দলের হয়ে খেলেছিলেন। ২০০৬-০৭ মরসুমে মুম্বইয়ের অধিনায়ক ছিলেন তিনি। রঞ্জিও জিতিয়েছিলেন নিজের দলকে। ২০০৯ সালে আসাম ক্রিকেট দলে যোগ দেন। ২০১২ সালে অন্ধ্রপ্রদেশের হয়েও খেলেছিলেন অমল মজুমদার।

ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি কোচিং কেরিয়ারে ভারতের অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ২০১৩ সালে অমল মজুমদারকে নেদারল্যান্ডস ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

চক দে ইন্ডিয়ার শাহরুখের চরিত্রের সাথে তুলনা অমল মজুমদারকে
ICC Women's WC: ইতিহাস গড়ে বিশ্বসেরা ভারতের মহিলা ব্রিগেড, BCCI কত কোটি টাকা পুরস্কার দিচ্ছে জানেন?
চক দে ইন্ডিয়ার শাহরুখের চরিত্রের সাথে তুলনা অমল মজুমদারকে
ICC Women's WC: বিশ্বকাপ স্কোয়াডেই ছিলেন না, পরিবর্ত হিসেবে যোগ দিয়েই ফাইনালে রেকর্ড শেফালী ভর্মার!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in