'ভোজ্যতেলের পরিমাণ কমানো উচিত' - স্থূলতা নিয়ন্ত্রণে হরমনপ্রীতদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর!

People's Reporter: গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন হরমনপ্রীতরা। ভারতীয় পুরুষ দল টি-২০ বিশ্বকাপ জেতার পরেও ঠিক একই ভাবে সকলের সাথে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ভারতীয় মহিলা ক্রিকেটারদের
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ভারতীয় মহিলা ক্রিকেটারদেরছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেন। সকলকে অভিনন্দন জানানোর পাশাপাশি স্থূলতা কমানোর জন্য বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী।

গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন হরমনপ্রীতরা। ঐতিহাসিক এই জয়ের জন্য প্রধানমন্ত্রী দলকে অভিনন্দন জানান এবং গোটা টুর্নামেন্ট জুড়ে তাঁদের অসাধারণ প্রত্যাবর্তন ও দলগত পারফরম্যান্সের প্রশংসা করেন। ভারতীয় পুরুষ দল টি-২০ বিশ্বকাপ জেতার পরেও ঠিক একই ভাবে সকলের সাথে দেখা করেছিলেন তিনি।

সৌহার্দ্যপূর্ণ সেই আলোচনার মাঝে প্রধানমন্ত্রী দেশের ক্রমবর্ধমান স্থূলতার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি নাগরিকদের স্বাস্থ্য সচেতনতার আহ্বান জানিয়ে বলেন, “স্থূলতা আমাদের দেশের একটি বড় সমস্যা হয়ে উঠছে। ‘ফিট ইন্ডিয়া’ই একমাত্র সমাধান। ভোজ্য তেলের ব্যবহার ১০ শতাংশ কমিয়ে দিন। কেনার সময় থেকেই কমিয়ে দিন। এটা অত্যন্ত উপকারী হবে বলে আমি মনে করি।”

তিনি ভারতীয় মহিলা দলকে দেশের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের খেলাধূলা ও ফিটনেসের প্রতি উৎসাহিত করার আহ্বানও জানান।

ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রধানমন্ত্রীকে বলেন, "২০১৭ সালে আপনাকে ট্রফি এনে দিতে পারিনি আমরা। তখন থেকেই একটা জেদ ছিল। আমরা প্রত্যেকে অনেক পরিশ্রম করেছি ট্রফি জেতার জন্য। আর এখন আপনার সামনে ট্রফি নিয়ে আসতে পেরে আমরা গর্বিত"।

উল্লেখ্য, মহিলা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারতের মহিলা ব্রিগেড। ম্যাচের সেরা হন শেফালী ভর্মা (৮৭ রান এবং ২টি উইকেট)। টুর্নামেন্টের সেরা হন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি গোটা টুর্নামেন্টে ভারতের হয়ে ২২টি উইকেট নিয়েছেন। পাশাপাশি দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন। ফাইনালে তিনি ৫৮ বলে ৫৮ রান করেছিলেন।

জয়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “২০২৫ মহিলা বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের দুর্দান্ত জয়! তাঁদের খেলা ছিল দক্ষতা, আত্মবিশ্বাস ও টিমওয়ার্কের এক অনন্য উদাহরণ। এই ঐতিহাসিক সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধূলায় অনুপ্রাণিত করবে।”

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ভারতীয় মহিলা ক্রিকেটারদের
পর্দার 'কবির খান' আজ অমল মজুমদার! জাতীয় দলে ডাক না পাওয়া ক্রিকেটারের হাত ধরেই বিশ্বসেরা ভারত
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ভারতীয় মহিলা ক্রিকেটারদের
'এখনই নেতৃত্ব ছাড়া উচিত' - বিশ্বকাপজয়ী হরমনপ্রীতের উপর ভরসা নেই প্রাক্তন অধিনায়কের!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in