Syed Mushtaq Ali Trophy: ছন্দে শামি, বিহারকে ৯ উইকেটে পরাস্ত করল বাংলা

People's Reporter: বিহারের বিরুদ্ধে দুরন্ত খেললেন বাংলার ক্রিকেটাররা। এদিন টস জিতে ফিল্ডিং নেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি।
মহম্মদ শামি
মহম্মদ শামিছবি - আইসিসির ফেসবুক পেজ
Published on

অনবদ্য মহম্মদ শামি। মঙ্গলবার রাজকোটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের বিরুদ্ধে বাংলার হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে নিলেন ১টি উইকেট। ফিটনেস ছিল চোখে পড়ার মত। ফলে বর্ডার গাভাসকর সিরিজের শেষ দুটি টেস্টে তার যোগদানের বিষয় আরও সহজ হয়ে গেলো।

বিহারের বিরুদ্ধে দুরন্ত খেললেন বাংলার ক্রিকেটাররা। এদিন টস জিতে ফিল্ডিং নেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪৭ রান করে বিহার। কম রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ব্যাটিং-র শুরুতে হোঁচট খায় বাংলা। ১০ বলে ১৯ রান করেই অভিষেক পোড়েল আউট হন। তবে আর এক ওপেনার করণ লাল ৪৭ বলে অপরাজিত ৯৪ করেন। ৯টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারি মারেন তিনি। অন্যদিকে ক্যাপ্টেন সুদীপ ঘরামি ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ৬ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় বাংলা। আগামী ৫ ডিসেম্বর বাংলা নামবে রাজস্থানের বিরুদ্ধে।

এদিন বেশ ছন্দে দেখা যায় তারকা পেসার মহম্মদ শামিকে। ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। এছাড়া বাংলার হয়ে ১টি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং প্রয়াস রায় বর্মন। ২টি উইকেট নেন সায়ন ঘোষ।

শামির ফিটনেসও বেশ চোখে পড়ার মতো ছিল। সূত্রের খবর, শামিকে আর প্রমাণ দিতে হবে নিজের ফিটনেসের। বিসিসিআই ১০০ শতাংশ তাঁর ফিটনেস নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে দলে ফেরাতে চাইছে না। তাঁর দিকে নজর রেখেছেন বোর্ডের স্পোর্টস সায়েন্স বিভাগের শীর্ষ ব্যক্তি এবং একজন নির্বাচক। তাঁরা সবুজ সংকেত দিলেই শামিকে ভারতীয় দলে ফেরানো হবে।

মহম্মদ শামি
FIFA Rankings: ফিফা ক্রম তালিকায় আরও দু'ধাপ নামলো ভারত! শীর্ষ স্থানে আর্জেন্টিনাই
মহম্মদ শামি
Guinea: রেফারির 'বিতর্কিত' সিদ্ধান্তের জেরে ফুটবল ম্যাচে উত্তেজনা, সংঘর্ষে মৃত প্রায় ১০০

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in