
অনবদ্য মহম্মদ শামি। মঙ্গলবার রাজকোটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের বিরুদ্ধে বাংলার হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে নিলেন ১টি উইকেট। ফিটনেস ছিল চোখে পড়ার মত। ফলে বর্ডার গাভাসকর সিরিজের শেষ দুটি টেস্টে তার যোগদানের বিষয় আরও সহজ হয়ে গেলো।
বিহারের বিরুদ্ধে দুরন্ত খেললেন বাংলার ক্রিকেটাররা। এদিন টস জিতে ফিল্ডিং নেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪৭ রান করে বিহার। কম রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ব্যাটিং-র শুরুতে হোঁচট খায় বাংলা। ১০ বলে ১৯ রান করেই অভিষেক পোড়েল আউট হন। তবে আর এক ওপেনার করণ লাল ৪৭ বলে অপরাজিত ৯৪ করেন। ৯টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারি মারেন তিনি। অন্যদিকে ক্যাপ্টেন সুদীপ ঘরামি ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ৬ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় বাংলা। আগামী ৫ ডিসেম্বর বাংলা নামবে রাজস্থানের বিরুদ্ধে।
এদিন বেশ ছন্দে দেখা যায় তারকা পেসার মহম্মদ শামিকে। ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। এছাড়া বাংলার হয়ে ১টি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং প্রয়াস রায় বর্মন। ২টি উইকেট নেন সায়ন ঘোষ।
শামির ফিটনেসও বেশ চোখে পড়ার মতো ছিল। সূত্রের খবর, শামিকে আর প্রমাণ দিতে হবে নিজের ফিটনেসের। বিসিসিআই ১০০ শতাংশ তাঁর ফিটনেস নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে দলে ফেরাতে চাইছে না। তাঁর দিকে নজর রেখেছেন বোর্ডের স্পোর্টস সায়েন্স বিভাগের শীর্ষ ব্যক্তি এবং একজন নির্বাচক। তাঁরা সবুজ সংকেত দিলেই শামিকে ভারতীয় দলে ফেরানো হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন