
ফের ফুটবল খেলা দেখতে গিয়ে গিনিতে প্রাণ হারালেন প্রায় ১০০ জন দর্শক। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক। বিতর্ক থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দু'পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
ঘটনাটি ঘটেছে আফ্রিকা মহাদেশের গিনিতে। গিনির দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরে অন্তর্বর্তী রাষ্ট্রপতি মামাদি দোম্বুয়ার উদ্দেশ্যে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঠে বচসা শুরু হয়। দুই দলের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে গ্যালারিতেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে উত্তেজিত জনতাকে স্টেডিয়ামে ভাঙচুর করতে দেখা যাচ্ছে। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনার পরই নিকটবর্তী থানায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
স্থানীয় এক চিকিৎসক জানান, হাসপাতালে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে রয়েছে। অনেকে আশঙ্কাজনক অবস্থাতেও ভর্তি রয়েছে। মর্গেও আর মৃতদেহের জায়গা দেওয়া যাচ্ছে না। খুবই দুঃখজনক ঘটনা। তবে অন্য একটি সূত্র জানাচ্ছে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
গিনির প্রধানমন্ত্রী বাহ ওরির জানান, এনজেরেকোরে এবং লাবের মধ্যে এনজেরেকোতে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই ম্যাচকে কেন্দ্র করে দুঃখজনক ঘটনা ঘটেছে। সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। দুই দলের সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সেনা কর্তা মামাদি দোম্বুয়া ২০২১ সালে গিনিতে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তৎকালীন রাষ্ট্রপতি আলফা কন্ডে দেশের সংবিধানকে মান্যতা না দিয়েই সরকার পরিচালনা করছিলেন। আলফা কন্ডেকে সরিয়ে তিনি গিনির অন্তর্বর্তী সরকারের প্রধান হন। বর্তমানে আন্তর্জাতিক চাপের কারণে তাঁকে চলতি বছরেই রাষ্ট্রপতির পদ থেকে সরতে হবে। আগামী বছর নির্বাচনের মাধ্যমে গিনিতে নয়া রাষ্ট্রপতি নিযুক্ত হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন