FIFA Rankings: ফিফা ক্রম তালিকায় আরও দু'ধাপ নামলো ভারত! শীর্ষ স্থানে আর্জেন্টিনাই

People's Reporter: কোচ বদলেও লাভ হচ্ছে না ভারতের। অধঃপতন হয়েই চলেছে ভারতীয় ফুটবলে। গত ২৮ নভেম্বর ফিফার নয়া ক্রম তালিকা প্রকাশিত হয়েছে।
ফিফার বিশ্ব ক্রম তালিকায় শীর্ষে আর্জেন্টিনা
ফিফার বিশ্ব ক্রম তালিকায় শীর্ষে আর্জেন্টিনাছবি সংগৃহীত
Published on

ফিফা ক্রম তালিকায় আরও ২ ধাপ নামলো ভারত। বর্তমানে ১২৭ নম্বর স্থানে রয়েছে ব্লু-টাইগার্সরা। শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

কোচ বদলেও লাভ হচ্ছে না ভারতের। অধঃপতন হয়েই চলেছে ভারতীয় ফুটবলে। গত ২৮ নভেম্বর ফিফার নয়া ক্রম তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায় দু'ধাপ নেমেছে ভারত। গত মাসে ভারত ১২৫তম স্থানে ছিল। নতুন তালিকায় ১২৭ নম্বরে নেমেছে ভারতীয় ফুটবল দল।

অন্যদিকে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তৃতীয় স্থানে স্পেন, চতুর্থ স্থানে ইংল্যান্ড, পঞ্চম স্থানে ব্রাজিল। ষষ্ঠ স্থানে পর্তুগাল, সপ্তম স্থানে নেদারল্যান্ডস, অষ্টম স্থানে বেলজিয়াম, নবম স্থানে ইতালি এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

একদিকে ভারত যখন ক্রম তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে তখন আগামী ১০ বছরে শীর্ষ ৫০-এ প্রবেশ করার পরিকল্পনা গ্রহণ করতে চাইছে ভারত সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, আমরা এমন একটা পরিকল্পনা করছি যাতে ক্রম তালিকায় ভারত আরও উন্নতি করে।

ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলেন, ক্রীড়াক্ষেত্রে ভারত সরকার অর্থ বরাদ্দ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন নতুন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি করে ভারতীয় ফুটবলের উন্নতি করা হবে।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে শুরু হয়েছে ফিফা ক্রম তালিকা। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ভারত ৯৪ নম্বর স্থান দখল করেছিল। বর্তমানে যা অনেকটাই নেমেছে।

ফিফার বিশ্ব ক্রম তালিকায় শীর্ষে আর্জেন্টিনা
BOA Election: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনে পরাজিত মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যানার্জি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in