
স্মিথের পর এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। ১৯ বছরের কেরিয়ারের ইতি টানলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের ঘোষণা করেন মুশফিকুর। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর বেশ হতাশ ছিলেন মুশফিকুর। তারপরই এই সিদ্ধান্ত নিলেন তিনি।
তিনি লেখেন, "আমি আজ থেকে ওডিআই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করছি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার ভাগ্য। আমি আমার পরিবার, বন্ধু, সতীর্থ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞ, যাদের সমর্থন ছাড়া এই ১৯ বছরের পথচলা সম্ভব হতো না।"
তিনি আরও লেখেন, "আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের অর্জন খুব কম। কিন্তু দেশের হয়ে যখনই খেলতে নেমেছি আমি নিষ্ঠা এবং সততার সাথে ১০০% এরও বেশি দিয়েছি।"
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা মুশফিক ২০০৬ সালে ওয়ানডে কেরিয়ার শুরু করেন। এরপর ২০০৭ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাঁর ৫৬* রানের ম্যাচজয়ী ইনিংস বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি ৭৭৯৫ রান করেছেন। যার মধ্যে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি রয়েছে। অধিনায়ক হিসেবেও তিনি বাংলাদেশ দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন