East Bengal: প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমাণি

People's Reporter: মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন বয়স জনিত কারণে অসুস্থ ছিলেন। ১৯৭০-৭৫ সাল পর্যন্ত ক্লাবের কর্তা ছিলেন। তাঁর সময়েই ইস্টবেঙ্গল টানা পাঁচ বার কলকাতা লিগ জিতেছিল।
প্রয়াত অজয় শ্রীমাণি
প্রয়াত অজয় শ্রীমাণিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

খারাপ খবর কলকাতা ময়দানে। প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমাণি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন বয়স জনিত কারণে অসুস্থ ছিলেন। তবে ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ মানুষটি এই সময়েও লাল হলুদের ম্যাচ হলে টিভিতে চোখ রাখতেন।

১৯৭০-৭৫ সাল পর্যন্ত ক্লাবের কর্তা ছিলেন। তাঁর সময়েই ইস্টবেঙ্গল টানা পাঁচ বার কলকাতা লিগ জিতেছিল। শিল্ড ফাইনালে মোহনবাগানকে ৫ গোলে হারান তাঁর আমলেই। তাঁর সঙ্গে পিকে ব্যানার্জীর সম্পর্ক খুব ভালো ছিল। ১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে ব্যানার্জিকে ফেরানো হয় ইস্টবেঙ্গলে। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নিয়েছিল ইস্টবেঙ্গল।

দল গঠনে কোনো আপোষ করতেন না অজয়বাবু। টানা ৫ বার লিগ জয়ের পরে নিজের খরচে লাল-হলুদের প্রত্যেক ফুটবলারকে সোনার আংটি কিনে দিয়েছিলেন। প্রতিভা চিনতে ভুল করতেন না। তাঁর দলগঠনের কারণেই ইস্টবেঙ্গলকে ওই বছরগুলিতে সাফল্যের পথ দেখিয়েছিল। বুধবার ক্লাবের তরফ থেকে শ্রদ্ধা জানানো হয় তাঁকে।

প্রয়াত অজয় শ্রীমাণি
Derby: সতর্ক দুই প্রধান, পরবর্তী ডার্বির আগে সমর্থকদের উদ্দেশ্যে যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক
প্রয়াত অজয় শ্রীমাণি
ICC World Cup 2023: বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন এই তারকা ক্রিকেটার!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in