

খারাপ খবর কলকাতা ময়দানে। প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমাণি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন বয়স জনিত কারণে অসুস্থ ছিলেন। তবে ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ মানুষটি এই সময়েও লাল হলুদের ম্যাচ হলে টিভিতে চোখ রাখতেন।
১৯৭০-৭৫ সাল পর্যন্ত ক্লাবের কর্তা ছিলেন। তাঁর সময়েই ইস্টবেঙ্গল টানা পাঁচ বার কলকাতা লিগ জিতেছিল। শিল্ড ফাইনালে মোহনবাগানকে ৫ গোলে হারান তাঁর আমলেই। তাঁর সঙ্গে পিকে ব্যানার্জীর সম্পর্ক খুব ভালো ছিল। ১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে ব্যানার্জিকে ফেরানো হয় ইস্টবেঙ্গলে। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নিয়েছিল ইস্টবেঙ্গল।
দল গঠনে কোনো আপোষ করতেন না অজয়বাবু। টানা ৫ বার লিগ জয়ের পরে নিজের খরচে লাল-হলুদের প্রত্যেক ফুটবলারকে সোনার আংটি কিনে দিয়েছিলেন। প্রতিভা চিনতে ভুল করতেন না। তাঁর দলগঠনের কারণেই ইস্টবেঙ্গলকে ওই বছরগুলিতে সাফল্যের পথ দেখিয়েছিল। বুধবার ক্লাবের তরফ থেকে শ্রদ্ধা জানানো হয় তাঁকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন