ICC World Cup 2023: বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন এই তারকা ক্রিকেটার!

People's Reporter: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এক বিবৃতে বলা হয়েছে, বিশ্বকাপের পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন কুইন্টন ডি'কক। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।
অবসর নিচ্ছেন ডি'কক
অবসর নিচ্ছেন ডি'ককছবি - সংগৃহীত

বিশ্বকাপের পরেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি'কক। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

দেশের হয়ে শেষ বিশ্বকাপ খেলতে নামবেন ৩০ বছর বয়সী ডি'কক। ভারতের পাশাপাশি মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাও ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। দলে রয়েছেন ডি'কক। দল ঘোষণার পরই জানা যায় দেশের হয়ে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। নিজের অবসরের ইঙ্গিত প্রথমেই দিয়ে রেখেছিলেন এই তারকা ব্যাটার।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এক বিবৃতে বলা হয়েছে, "বিশ্বকাপের পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন কুইন্টন ডি'কক। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে আশা করছি ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবে ডি'কক"।

উল্লেখ্য, দেশের হয়ে ১৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রান করেছেন ৫৯৬৬। সর্বোচ্চ ১৭৮ রান। স্ট্রাইক রেট ৯৬.০৮। গড় ৪৪.৮৫। ১৭টি সেঞ্চুরি ও ২৯টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-২০তে ৮০টি ম্যাচ খেলে রান করেছেন ২২৭৭। স্ট্রাইক রেট ১৩৭.৩৩। সেঞ্চুরি রয়েছে ১টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ১৪টি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড - টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি'কক, রিজা হেনড্রিক্স, মারকো জানসেন, এনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরজে, কাগিসো রাবাডা, তাবরেইজ শামসি এবং রাসি ভ্যান ডার দাসেন।

অবসর নিচ্ছেন ডি'কক
ICC World Cup 2023: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা BCCI-র, নেই অশ্বিন, চাহাল!
অবসর নিচ্ছেন ডি'কক
Derby: আক্রান্ত সমর্থকরা - পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in