GST: আইপিএল টিকিটে ৪০% জিএসটি! বাড়তি অর্থ খরচ হবে দর্শকদের

People's Reporter: এখন থেকে আইপিএল টিকিটে জিএসটি ২৮ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হবে। উদাহরণস্বরূপ, ১,০০০ টাকার টিকিটে আগে কর-সহ মোট দাম হত ১,২৮০ টাকা। এখন একই টিকিটের দাম দাঁড়াবে ১,৪০০ টাকা।
GST: আইপিএল টিকিটে ৪০% জিএসটি! বাড়তি অর্থ খরচ হবে দর্শকদের
ছবি - সংগৃহীত
Published on

নয়া জিএসটি কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। নতুন ব্যবস্থায় সমস্যায় পড়তে হবে আইপিএল দর্শকদের। কারণ বাড়তে চলেছে টিকিটের দাম।

বুধবার কেন্দ্রীয় সরকার প্রিমিয়াম ক্রীড়া ইভেন্টগুলির উপর পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বাড়ানোর ঘোষণা করেছে। এখন থেকে আইপিএল টিকিটে জিএসটি ২৮ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হবে।

উদাহরণস্বরূপ, ১,০০০ টাকার টিকিটে আগে কর-সহ মোট দাম হত ১,২৮০ টাকা। এখন একই টিকিটের দাম দাঁড়াবে ১,৪০০ টাকায় অর্থাৎ বাড়তি ১২০ টাকা দিতে হবে। স্টেডিয়াম চার্জ ও অনলাইন বুকিং চার্জ ধরলে টিকিটের দাম আরও বাড়বে বলে আশঙ্কা।

সরকার স্পষ্ট জানিয়েছে, এই বাড়তি কর কেবলমাত্র আইপিএল-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। নিয়মিত আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট ম্যাচের টিকিটে আগের মতোই ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য থাকবে। তবে প্রো-কাবাডি লিগ (পিকেএল) বা ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) এই নিয়ম প্রযোজ্য হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, সিনেমাপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে এই সংস্কারে। এখন থেকে ১০০ টাকার নিচে সিনেমার টিকিটে মাত্র ৫ শতাংশ জিএসটি দিতে হবে (আগে ছিল ১২ শতাংশ)। তবে ১০০ টাকার বেশি দামের টিকিটে আগের মতোই ১৮ শতাংশ কর ধার্য থাকবে।

এছাড়া, খেলাধুলার গ্লাভস ও কিছু ক্রীড়া সামগ্রীতে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এই সিদ্ধান্তে ক্রীড়া ও বিনোদন খাতে বড় পরিবর্তন আসছে। তবে সরাসরি প্রভাব পড়বে আইপিএল দর্শকদের উপর, যাদের টিকিটের জন্য এখন থেকে বেশ খানিকটা বেশি টাকা গুনতে হবে।

GST: আইপিএল টিকিটে ৪০% জিএসটি! বাড়তি অর্থ খরচ হবে দর্শকদের
Virat Kohli: বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় ৩ মাস পর শোক প্রকাশ বিরাট কোহলির!
GST: আইপিএল টিকিটে ৪০% জিএসটি! বাড়তি অর্থ খরচ হবে দর্শকদের
US Open 2025: ফ্রিৎজের লড়াই থামিয়ে ইউএস ওপেন সেমিফাইনালে জকোভিচ! প্রতিপক্ষ আলকারাজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in