
* দেশের ৪০৯২ জন বিধায়কের মধ্যে ১১৯ জন কোটিপতি।
* বিজেপির মোট ১৬৫৩ জন বিধায়কের মধ্যে ৩৯ জন বিধায়ক কোটিপতি।
* কংগ্রেসের ৬৪৬ জন বিধায়কের মধ্যে ৩০ জন কোটিপতি।
সম্প্রতি দেশের সবথেকে ধনী এবং সবথেকে দরিদ্র বিধায়কদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর (ADR)। নির্বাচনী হলফনামা খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশের সবথেকে ধনী বিধায়ক বিজেপির পরাগ শাহ। আর সবথেকে দরিদ্র বিধায়ক হলেন বিজেপির নির্মল কুমার ধাড়া, যার সম্পত্তির পরিমাণ মাত্র ১,৭০০ টাকা। তিনিও বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন।
দেখে নেওয়া যাক এডিআর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবথেকে ধনী ১০ বিধায়কের নাম -
১. পরাগ শাহ - সদ্য শেষ হওয়া মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ঘাটকোপার কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন পরাগ। তাঁর ঘোষিত স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩,৩৮৩ কোটি টাকারও বেশি।
২. ডি কে শিবকুমার - এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক ডি কে শিবকুমার। স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪১৩ কোটি টাকার বেশি।
৩. কে এইচ পুত্তাস্বামী গৌড়া - তালিকার তৃতীয় স্থানে আছেন কর্ণাটকের আর এক বিধায়ক পুত্তাস্বামী গৌড়া, যিনি নির্দল হিসেবে জয়ী হয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,২৬৭ কোটি টাকার বেশি।
৪. প্রিয়কৃষ্ণ - কর্ণাটকের গোবিন্দ রাজা নগর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী প্রিয়কৃষ্ণ এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,১৫৬ কোটি টাকা।
৫. চন্দ্রবাবু নাইডু - কোটিপতি বিধায়কদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকারও বেশি।
৬. নারায়ণা পঙ্গুরু - অন্ধ্রপ্রদেশের নেল্লোর সিটি কেন্দ্রের টিডিপি বিধায়ক রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮২৪ কোটি টাকা।
৭. ওয়াই এস জগন মোহন রেড্ডি - তালিকার সপ্তমে আছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি-র বিধায়ক জগন মোহন রেড্ডি। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৭৫৭ কোটি টাকা।
৮. প্রশান্তি রেড্ডি ভেমিরেড্ডি - কভুরের টিডিপি বিধায়ক প্রশান্তি রেড্ডি ভেমিরেড্ডি অষ্টম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা।
৯. জয়ন্তীভাই সোমাভাই প্যাটেল - এই তালিকার নবম স্থানে রয়েছেন গুজরাটের মানসার বিজেপি বিধায়ক জে এস প্যাটেল। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৬১ কোটি টাকার বেশি।
১০. সুরেশা বিএস - দশম স্থানে থাকা কর্ণাটকের হেব্বালের কংগ্রেস বিধায়ক সুরেশার মোট সম্পত্তির পরিমাণ ৬৪৮ কোটি টাকার বেশি।
শুধু ধনীদের তালিকাই নয়, এডিআর সবথেকে দরিদ্র বিধায়কদের তালিকাও প্রকাশ করেছে। সেই তালিকায় প্রথমেই আছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ মাত্র ১৭০০ টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ দেখাননি তিনি।
২. নরিন্দর পাল সিং সাওনা - পাঞ্জাবের ফাজিলকার আপ বিধায়ক রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ হাজার টাকা।
৩. নরিন্দর কৌর ভরজ - সাংরুর-এর আপ বিধায়কের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ হাজার টাকা।
৪. মেহরাজ মালিক - চতুর্থ স্থানে থাকা জম্মু ও কাশ্মীরের আপ বিধায়ক মেহরাজ মালিকের ঘোষিত সম্পত্তির পরিমাণ ২৯ হাজার টাকা।
৫. পুণ্ডরীকাক্ষ সাহা - নবদ্বীপের তৃণমূল বিধায়ক রয়েছেন পঞ্চম স্থানে। যাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ হাজারের কিছু বেশি।
৬. অনিল কুমার অনিল প্রধান - উত্তরপ্রদেশের চিত্রকূটের সমাজবাদী পার্টির বিধায়কের অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ হাজার ৫০০ টাকা।
৭. সঞ্জলি মুর্মু - দরিদ্র বিধায়কের তালিকায় ওড়িশার বিজেপি বিধায়ক সঞ্জলি মুর্মু রয়েছেন সপ্তম স্থানে। নির্বাচনী হলফনামায় তিনি দেখিয়েছিলেন তাঁর কাছে ৩৫ হাজার টাকা রয়েছে।
৮. চন্দনা বাউড়ি - এই তালিকায় আছেন পশ্চিমবঙ্গের আরেক বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। শালতোড়ার বিজেপি বিধায়ক সম্পত্তি দেখিয়েছিলেন ৬২ হাজার টাকার।
৯. নন্দিতা দেববর্মা (রিয়াং) - তালিকার নবম স্থানে রয়েছেন ত্রিপুরার রাইমা ভ্যালির তিপরা মোথা পার্টির বিধায়ক নন্দিতা দেববর্মা। ৬৩ হাজার টাকার সম্পত্তি রয়েছে তাঁর।
১০. রামবৃক্ষ সদা - বিহারের আরজেডি বিধায়ক আছেন দশম স্থানে। তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭০ হাজার টাকার বেশি।
রিপোর্ট অনুযায়ী, বিজেপির মোট ১৬৫৩ জন বিধায়কের মধ্যে ৩৯ জন (২%) বিধায়ক কোটিপতি। কংগ্রেসের ৬৪৬ জন বিধায়কের মধ্যে ৩০ জন কোটিপতি। চন্দ্রবাবু নাইডুর টিডিপির ১৩৪ জন বিধায়কের মধ্যে ২২ জন কোটিপতি। ডিএমকের ১৩৪ জন বিধায়কের মধ্যে ২২ জন কোটিপতি। এনসিপির ৫৩ জন বিধায়কের মধ্যে ৩ জন বিধায়ক কোটিপতি। এছাড়া বিজেডি, শিবসেনা, জনসেনা পার্টি, এনসিপি (শরদ পাওয়ার), ওয়াইএসআরসিপির ২ জন করে বিধায়ক কোটিপতি। ২ জন নির্দল বিধায়কও আছেন কোটিপতির তালিকায়।
আপ, এআইডিএমকে, AIUDF, বিআরএস, জেডি(এস), লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), সিকিম ক্রান্তিকারি মোর্চা, সমাজবাদী পার্টি এবং ইউডিপি-র ১ জন করে বিধায়ক কোটিপতি বিধায়কের তালিকায় আছেন। অর্থাৎ দেশের ৪০৯২ জন বিধায়কের মধ্যে ১১৯ জন কোটিপতি। শতাংশের হিসেবে যা হচ্ছে ৩ শতাংশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন