জিও-এয়ারটেলের হাত ধরে ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় এলন মাস্ক - আপত্তি জানালো CPIM পলিটব্যুরো

People's Reporter: এক বিবৃতিতে সিপিআইএম জানিয়েছে, এই বোঝাপড়া দেশের স্বার্থ ও সুরক্ষার জন্য বিপজ্জনক হতে পারে। যাতে টেলিকম পরিষেবার কোটি কোটি গ্রাহকের স্বার্থে আঘাত নেমে আসতে পারে।
এলন মাস্ক
এলন মাস্কফাইল ছবি - সংগৃহীত
Published on
Summary

ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন এলন মাস্ক।

জিও ও এয়ারটেলের সঙ্গে এলন মাস্কের মালিকানাধীন সংস্থার চুক্তি সম্পন্ন।

এলন মাস্কের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর স্পেসএক্স চুক্তির ঘোষণা।

দেশের স্বার্থ ও সুরক্ষার প্রশ্ন তুলে সমঝোতা বাতিলের দাবি সিপিআইএম পলিটব্যুরোর।

ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন মার্কিন ধনকুবের তথা টেসলা ও এক্স-এর (পূর্বতন ট্যুইটার) কর্ণধার এলন মাস্ক। যে ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো সিপিআইএম পলিটব্যুরো। গতকাল এক বিবৃতিতে সিপিআইএম জানিয়েছে, এই বোঝাপড়া দেশের স্বার্থ ও সুরক্ষার জন্য বিপজ্জনক হতে পারে। যাতে টেলিকম পরিষেবার কোটি কোটি গ্রাহকের স্বার্থে আঘাত নেমে আসতে পারে।

সিপিআইএম পলিটব্যুরোর মতে, শুধুমাত্র সুরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে স্যাটেলাইট স্পেকট্রামের ব্যবহার হওয়া উচিত। ইসরো-র হাতে থাকা উচিত প্রতিরক্ষা মন্ত্রক বা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। এগুলো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে থাকলে দেশের প্রাকৃতিক সম্পদের খুঁটিনাটি তথ্য তাদের হাতে চলে যাবে। এর ফলে বেহাত হয়ে যেতে পারে জলবায়ু, শস্যের অবস্থা এমনকি প্রতিরক্ষা এবং সামরিক বিষয়ের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য। যাতে আমাদের জাতীয় এবং সুরক্ষা স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

প্রসঙ্গত গত বুধবার ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানীর মালিকানাধীন সংস্থা রিলায়েন্স জিও সংস্থার এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানিয়েছে, জিও তাদের খুচরো বিপণন কেন্দ্র থেকে শুধুমাত্র যে স্টারলিঙ্ক-এর সামগ্রী বিক্রি করবে তাই নয়, পাশাপাশি এর জন্য ক্রেতা সহায়তা, ইন্সটলেশন এবং অ্যাকটিভেশনের ব্যবস্থাও করা হবে।

জিও-র পাশাপাশি ভারতের অন্য এক টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল-ও এর একদিন আগে একই কথা জানিয়েছে। অর্থাৎ রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের হাত ধরে ভারতের টেলিকম ক্ষেত্রে পা রাখতে চলেছেন এলন মাস্ক তা এখন স্পষ্ট। এই মুহূর্তে ভারতের টেলিকম বাজারের প্রায় ৭০ শতাংশ এই দুই সংস্থার দখলে।

স্পেস-এক্স-এর প্রেসিডেন্ট গোয়েন শটওয়েল (Gwynne Shotwell) জানিয়েছেন, এলন মাস্কের মালিকানাধীন সংস্থা ভারতে এয়ারটেল এবং রিলায়েন্স জিও-র সঙ্গে যুক্ত হয়ে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নতিসাধনে কাজ করবে। যদিও এই কাজ শুরু করার আগে স্টারলিঙ্ককে নিয়ামক সংস্থার কাছে থেকে ছাড়পত্র পেতে হবে।

উল্লেখযোগ্যভাবে গত মাসে ওয়াশিংটন ডিসিতে এলন মাস্কের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর স্পেসএক্স চুক্তির ঘোষণা সামনে এসেছে। যে সাক্ষাৎকারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক এক্স পোস্টে জানিয়েছিলেন, তাঁরা মহাকাশ, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন ধনকুবের এলন মাস্ক বহু বছর ধরে ভারতীয় বাজারে প্রবেশের চেষ্টা করছেন। তার বৈদ্যুতিক যানবাহন কোম্পানি টেসলা ২০১৭ সাল থেকে ভারতে তার গাড়ি বিক্রির পরিকল্পনা করছে। যদিও ভারত সরকারের সাথে কম আমদানি শুল্ক নিয়ে আলোচনা বন্ধ থাকায় এখানে গাড়ির উদ্বোধন পিছিয়ে গেছে। রয়টার্স চলতি মাসের শুরুতে জানিয়েছে ভারতে আমদানি করা টেসলা গাড়ি বিক্রির জন্য মুম্বাইতে একটি শোরুমের জন্য লিজ স্বাক্ষরিত হয়েছে।

গত বছর এলন মাস্কের ভারত সফরের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করে দেওয়া হয়। সেই সময়ে, ভারতে উৎপাদনের জন্য কমপক্ষে ২ বিলিয়ন ডলারের একটি বড় বিনিয়োগ এলন মাস্ক ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল। যদিও সেই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি।

এলন মাস্ক
Elon Musk: টেসলার শেয়ারে ধস, একদিন ২৯ বিলিয়ন ইউএস ডলার খোয়ালেন এলন মাস্ক, তালিকায় আরও অনেকে
এলন মাস্ক
শেয়ার বাজারে লাগাতার পতন, ৩৪ বিলিয়ন ডলার খোয়ালেন ভারতের শীর্ষ ৭ ধনকুবের, সবথেকে বেশি ক্ষতি আদানির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in