

বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ৩২ শতাংশের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনার অভিযোগে মামলা চলছে। ২০২০ বিধানসভা নির্বাচনের সময়েও এই হার একই ছিল। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে দুই পর্বে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২৬১৬ প্রার্থীর মধ্যে ২৬০০ জনের নির্বাচনী হলফনামার ওপর সমীক্ষা চালিয়ে একথা জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)।
কোটিপতি প্রার্থীর সংখ্যা কত?
উল্লেখযোগ্যভাবে বিহারে এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে। ২৬০০ জন প্রার্থীর মধ্যে এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা ১০৮১ বা ৪২ শতাংশ। যা ২০২০ সালে ছিল ১২৩১ বা ৩৩ শতাংশ। এঁদের মধ্যে সবথেকে বেশি কোটিপতি প্রার্থী জন সূরজের। সংখ্যায় যা ১৬৭ বা ৭২ শতাংশ। আরজেডি-র ১৪০ প্রার্থীর মধ্যে ১২৭ জনই কোটিপতি। এছাড়াও জেডিইউ ও বিজেপির ১০১ জন করে প্রার্থীর মধ্যে কোটিপতি যথাক্রমে ৯২ ও ৮৮ জন। কংগ্রেসের ৪৯ জন, বিএসপি-র ৫৭ জন, আপ-এর ৩৯ জন, এলজেপি (রাম বিলাস)-এর ২৫ জন, সিপিআইএমএল-এর ৫ জন, সিপিআই-এর ৫ জন এবং সিপিআইএম-এর ৩ প্রার্থী কোটিপতি। এবারের বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ৩.৩৫ কোটি টাকা।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা
বিহারে এবারের নির্বাচনে ১৭ জন প্রার্থী নিরক্ষর, ২২২ জন শুধু নাম সই করতে পারেন, ৩৪ জন ডিপ্লোমা হোল্ডার, ১২৭৮ জন স্নাতক বা স্নাতকোত্তর এবং ১০৪৭ জনের শিক্ষাগত যোগ্যতা ৫ম থেকে দ্বাদশ শ্রেণী। ২ জন প্রার্থী তাঁদের শিক্ষাগত যোগ্যতার কথা জানাননি।
গুরুতর অপরাধের অভিযোগে মামলা
এডিআর-এর সমীক্ষা অনুসারে, মোট ৬৯৫ জন বা ২৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক ঘটনার অভিযোগে মামলা চলছে। ২০২০ বিধানসভা নির্বাচনে যা ছিল ২৫ শতাংশ। সেবার বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩,৭২২ জন প্রার্থী।
সবথেকে বেশি মামলা কোন দলের প্রার্থীদের বিরুদ্ধে?
প্রার্থীদের দেওয়া হলফনামা অনুসারে, সবথেকে বেশি মামলা আছে জন সূরজ পার্টির প্রার্থীদের বিরুদ্ধে। সংখ্যার নিরিখে যা ১০৮ বা ৪৭ শতাংশ। জন সূরজের মোট ২৩১ জন প্রার্থীর হলফনামা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এডিআর। জন সূরজ ছাড়া, আরজেডি-র ১৪০ প্রার্থীর মধ্যে ৯১ জনের বিরুদ্ধে, বিজেপির ১০১ জন প্রার্থীর মধ্যে ৬১ জনের বিরুদ্ধে, বিএসপির ১৮০ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে মামলা আছে। জেডিইউ-র ১০১ প্রার্থীর মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে, কংগ্রেসের ৬০ জন প্রার্থীর মধ্যে ৪০ জনের বিরুদ্ধে, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)-এর ২৮ জন পরীক্ষিত প্রার্থীর মধ্যে ১৬ জনের বিরুদ্ধে, সিপিআইএমএল-এর ২০ জন প্রার্থীর মধ্যে ১৮ জনের বিরুদ্ধে, সিপিআই-এর ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের বিরুদ্ধে এবং সিপিআইএম-এর ৪ প্রার্থীর মধ্যে ৪ জনের বিরুদ্ধে মামলা আছে।
গুরুতর অপরাধমূলক ঘটনার অভিযোগ আছে জন সূরজের ১০০ জন, আরজেডি-র ৬৯ জন, বিজেপির ৪৯ জন, জেডিইউ-র ২৬ জন, এলজেপি (আরভি)-র ১৪ জন, কংগ্রেসের ৩২ জন, সিপিআইএমএল-এর ১৩ জন, সিপিআই-এর ৬ জন এবং সিপিআইএম-এর ৪ জনের বিরুদ্ধে।
মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ
মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে ৯৪ জন প্রার্থীর বিরুদ্ধে। যার মধ্যে ৫ জন প্রার্থীর বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ (আইপিসি ৩৭৫ ও ৩৭৬)। ৫২ জন প্রার্থী জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে এবং ১৬৫ জন জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আছে।
রেড অ্যালার্ট কেন্দ্র
বিহারের ২৪৩ কেন্দ্রের মধ্যে ১৬৪টিকে রেড অ্যালার্ট কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। শতকরার বিচারে যে হার ৬৭ শতাংশ। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৮৯ শতাংশ। যে সব কেন্দ্রে প্রার্থীদের মধ্যে ৩ জন অথবা তার বেশি প্রার্থীদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনার অভিযোগ আছে সেই সব কেন্দ্রকে রেড অ্যালার্ট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মহিলা প্রার্থী কত?
বিহারে এবারের নির্বাচনে ২৫৪ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্যভাবে এবার বিহারে ৪ জন প্রার্থীর বয়স ৮০-র ঊর্ধ্বে। ৩৩৯ জনের বয়স ৬১ থেকে ৮০-র মধ্যে, ১,৩৪৯ জনের বয়স ৪১ থেকে ৬০-এর মধ্যে এবং ৯০৮ জনের বয়স ২৫ থেকে ৪০-এর মধ্যে।
ভোটগ্রহণ কবে?
বিহারে দুই দফায় ভোট গ্রহণ হবে ৬ এবং ১১ নভেম্বর এবং ফলাফল প্রকাশিত হবে ১৪ নভেম্বর। প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩১৪ জন প্রার্থী এবং দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৩০২ জন প্রার্থী। এডিআর জানিয়েছে দু’দফায় মোট ২,৬১৬ জন প্রার্থীর দেওয়া হলফনামার মধ্যে ২৬০০ জনের হলফনামা পরীক্ষা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রথম দফার প্রার্থীদের মধ্যে ১৩০৩ জনের এবং দ্বিতীয় দফার ১২৯৭ জনের হলফনামা পরীক্ষা করা হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন