সাংবাদিক সম্মেলনে মোহন প্রকাশ বলেন, এই প্রকল্প চালু করে জাতীয় নিরাপত্তাকে দুর্বল করা বিজেপি সরকারের উচিত হবে না। সরকার নিজেই স্বীকার করেছে সেনাবাহিনীতে ১ লক্ষ ২৫ হাজার নন-কমিশনড শূন্যপদ রয়েছে।’
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ১০ লক্ষ চাকরির ঘোষণা উদ্দেশ্যে বরুণ গান্ধী বলেন, দেশে যেখানে ১ কোটিরও বেশি শূন্যপদ রয়েছে সেখানে মাত্র ১০ লক্ষ চাকরির ঘোষণা কেন করল কেন্দ্র?
মুখপত্রের সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনা নিয়োগের একটি চরম দিক রয়েছে। এই পরিকল্পনাটি সেনাবাহিনী এবং সমাজকে বিপদজনক পরিস্থিতির দিকে নিয়ে যাবে।’
বিক্ষোভকারীরা দাবি জানান, প্রায় দেড়লাখ শূন্যপদ রয়েছে সেনাবাহিনীতে। কিন্তু সেগুলি পূরণ না করে ‘অগ্নিপথ’ প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র, যেখানে মাত্র ৪ বছরের মেয়াদে কাজ করতে পারবে তাঁরা।