Agnipath: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে ‘সত্যাগ্রহ’ পালন কংগ্রেসের

সাংবাদিক সম্মেলনে মোহন প্রকাশ বলেন, এই প্রকল্প চালু করে জাতীয় নিরাপত্তাকে দুর্বল করা বিজেপি সরকারের উচিত হবে না। সরকার নিজেই স্বীকার করেছে সেনাবাহিনীতে ১ লক্ষ ২৫ হাজার নন-কমিশনড শূন্যপদ রয়েছে।’
Agnipath: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে ‘সত্যাগ্রহ’ পালন কংগ্রেসের
ছবি - সংগৃহীত
Published on

কেন্দ্রের চুক্তিভিত্তিক সেনা নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’-এর বিরোধিতায় ‘সত্যাগ্রহ’ (Satyagraha) আন্দোলনে নেমেছে কংগ্রেস। সোমবার, দেশজুড়ে প্রায় সাড়ে ৩ হাজার বিধানসভা কেন্দ্রে 'সত্যাগ্রহ' পালন করছে ভারতের শতাব্দী প্রাচীন দল কংগ্রেস

সাংবাদিক সম্মেলনে দলের সিনিয়র নেতা মোহন প্রকাশ বলেন, ‘অবিলম্বে অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে যুবকদের পাশে দাঁড়িয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই প্রকল্প চালু করে জাতীয় নিরাপত্তাকে দুর্বল করা বিজেপি সরকারের উচিত হবে না। সেনা বাহিনীতে যোগদান করে লক্ষ লক্ষ যুবক যুবতী দেশের সেবা করতে চান। তাঁদের নিরাপত্তাহীনতার মধ্যে না ফেলে সরকারের উচিত নিরাপত্তা প্রদান করা। যেখানে সরকার নিজেই স্বীকার করেছে সেনাবাহিনীতে ১ লক্ষ ২৫ হাজার নন-কমিশনড শূন্যপদ রয়েছে।’

রাজধানী নয়া দিল্লিতেও 'সত্যাগ্রহ' পালন করছে কংগ্রেস। বিতর্কিত এই প্রকল্পটি প্রত্যাহারের আবেদন জানিয়ে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে তাঁরা। কংগ্রেস নেতা মোহন প্রকাশ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর দম্ভ পরিহার করে যুবকদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি আমরা।’

কংগ্রেস জানিয়েছে, এটি লক্ষাধিক প্রাক্তন সেনাদের ভাবনার সঙ্গে সম্পর্কিত। যারা সেনা বাহিনীর নীতি, ইউনিটি এবং যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার উপর এই প্রকল্পের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের সেনাদের কোন সুস্পষ্ট সুবিধা ছাড়াই প্রশিক্ষণে ভেদাভেদ এবং বৈষম্যমূলক বেতন ও ভাতা ব্যবস্থা, দীর্ঘস্থায়ী গুণমান প্রতিষ্ঠার জন্য হুমকি।

কংগ্রেস নেতা বলেন, ‘বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থার অবনতি হয়েছে। আমাদের সীমান্তেও ক্রমবর্ধমান হুমকি আসছে। এই সময়কালে কেন্দ্র এই ধরনের কৌশল নেওয়ায় আমরা উদ্বিগ্ন। আজই ভারত-চীন সীমান্তে (The Line of Actual Control) চীনা সেনার সংখ্যা বৃদ্ধি এবং ঘাঁটি তৈরির খবর পাওয়া যাচ্ছে। যাদের সঙ্গে উন্নত কামান, রকেট সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এবং এয়ারফিল্ড রয়েছে। এমনকি, পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে নতুন ডিভিশন আনা হচ্ছে এবং চীনা ১ লক্ষ ২০ হাজার সেনাদের জন্য আবাসন তৈরি করা হচ্ছে।’

Agnipath: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে ‘সত্যাগ্রহ’ পালন কংগ্রেসের
Agnipath: "অগ্নিবীরদের পেনশন না দিলে আমারটাও ছেড়ে দেব" - মোদী সরকারকে নিশানা বরুণ গান্ধীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in