NASA: মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি! ফের থমকে সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফেরা, কী জানাচ্ছে নাসা?

People's Reporter: স্পেসএক্স ক্রু-১০ চারজন মহাকাশচারীকে নিয়ে পাড়ি দিত ১২ মার্চ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই উৎক্ষেপণ সম্ভব হয়নি।
মহাকাশে সুনীতা উইলিয়ামস
মহাকাশে সুনীতা উইলিয়ামসফাইল ছবি
Published on

এখনই পৃথিবীতে ফিরছেন না মহাকাশে আটকে থাকা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সাথী। তাঁদেরকে দ্রুত ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে নাসা এবং এলন মাস্কের সংস্থা স্পেসএক্স।

স্পেসএক্স ক্রু-১০ চারজন মহাকাশচারীকে নিয়ে পাড়ি দিত ১২ মার্চ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই উৎক্ষেপণ সম্ভব হয়নি। জানা যাচ্ছে আগামী ১৪ মার্চ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৭:০৩ মিনিটে স্পেসএক্স ক্রু-১০ উৎক্ষেপণ করতে পারে। যার মধ্যে থাকবেন নাসার মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, জাপানের জ্যাকসা (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি)-এর মহাকাশচারী তাকুয়া ওনিশি এবং রাশিয়ার রসকসমস মহাকাশচারী কিরিল পেসকভ। তাঁরা বর্তমানে নাসার কেনেডি স্পেস সেন্টারের অ্যাস্ট্রোনট ক্রু কোয়ার্টারে রয়েছেন। এই ক্রু-তে করেই ফিরে আসবেন সুনীতা উইলিয়ামসরা।

নাসা ঘোষণা করেছে, ১৪ মার্চ বিকেল ৩টায় উৎক্ষেপণের কভারেজ নাসা+ চ্যানেলে শুরু হবে। সফলভাবে উৎক্ষেপণ হলে, শনিবার (১৫ মার্চ) রাত ১১:৩০ টার মধ্যে ক্রু ড্রাগন ক্যাপসুলটি আইএসএস-এ ডক করার পরিকল্পনা রয়েছে।

২০২৪ সালের ৫ জুন নাসার ক্যাপসুলে (বোয়িং স্টারলাইনার) করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সুনীতা ও বুচ। তাঁদের গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন। আটদিনের মধ্যে কাজ শেষ করে পৃথিবীতে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু ক্যাপসুলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মহাকাশযানটির থ্রাস্টার নামক এক বিশেষ যন্ত্র কাজ করছিল না। এছাড়া, হিলিয়াম গ্যাস লিক করছিল ওই স্টারলাইনার থেকে। এরপরেই নাসার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওই ক্যাপসুলে করে ফেরানো হবে না দুই নভশ্চরকে।

নাসার পরিকল্পনা ছিল, ফেব্রুয়ারিতেই ফিরিয়ে আনা হবে সুনীতা উইলিয়ামসদের। কিন্তু তা সম্ভব হয়নি। আগামীকাল উৎক্ষেপণ সফল হবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে নাসা।

মহাকাশে সুনীতা উইলিয়ামস
না জানিয়েই ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট মোছা হচ্ছে! কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
মহাকাশে সুনীতা উইলিয়ামস
কর্মক্ষেত্রে বাড়ছে AI-র ব্যবহার, সিঙ্গাপুরের বৃহত্তম ব্যাঙ্কে চাকরি হারাতে চলেছেন ৪০০০ কর্মী!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in