Sunita Williams: নিরাপদে পৃথিবীতে ফিরলেও মাধ্যাকর্ষণের সাথে মানিয়ে নেওয়াই এখন চ্যালেঞ্জ সুনীতাদের!

People's Reporter: প্রথমে শরীরের পেশিশক্তি পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। দ্বিতীয় ধাপে একাধিক ব্যায়াম করানো হবে তাঁদের দিয়ে।
ক্যাপসুল থেকে বেরিয়ে সুনীতা উইলিয়ামস
ক্যাপসুল থেকে বেরিয়ে সুনীতা উইলিয়ামসছবি - সংগৃহীত
Published on

৯ মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরে এলেও সুনীতা এবং বুচ উইলমোরের কাছে এখন সবথেকে বড় কাজ হল মাধ্যাকর্ষণ শক্তির সাথে নিজেদের মানিয়ে নেওয়া। যা বেশ চ্যালেঞ্জিং বলেই মনে করেন বিজ্ঞানীরা।

ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেন সুনীতা উইলিয়ামসরা। এলন মাস্কের সংস্থা স্পেশ এক্সের মহাকাশযানে করেই পৃথিবীতে ফেরেন তাঁরা। তারপর সেই ক্যাপসুল থেকে মহাকাশচারীদের বের করে আনেন অন্যান্য বিজ্ঞানীরা। মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনতে পেরে উচ্ছ্বসিত নাসার বিজ্ঞানীরা।

সুস্থভাবে ফিরে এলেও পৃথিবীর সাথে মানিয়ে নিতে এখন সময় লাগবে তাঁদের। কারণ ৮ দিনের পরিবর্তে টানা ৯ মাস মহাকাশে থাকতে হয়েছে সুনীতা উইলিয়ামসদের। যার কারণে শরীরকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে। তাই কমপক্ষে ৪৫ দিন ক্রু-কোয়ার্টারে থাকতে হবে দুই মহাকাশচারীকে।

পৃথিবীর কক্ষপথে কোনও মাধ্যাকর্ষণ শক্তি থাকে না। আর বেশিদিন মহাকাশে থাকলে মহাকাশচারীদের শরীরের হাড় ক্ষয়ে যেতে পারে, দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে। ফলে কড়া নজরদারিতে রাখা হবে দুই মহাকাশচারীকে। জানা যাচ্ছে তাঁদের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। যাঁরা সুনীতা এবং বুচের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

প্রথমে শরীরের পেশিশক্তি পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। দ্বিতীয় ধাপে একাধিক ব্যায়াম করানো হবে তাঁদের দিয়ে। তৃতীয় পর্যায়ে দুই মহাকাশচারীর মানসিক বিকাশের উপর জোর দেওয়া এবং প্রতিনিয়ত কী পরিবর্তন হচ্ছে তা লিপিবদ্ধ করার কাজ চলবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ জুন নাসার ক্যাপসুলে (বোয়িং স্টারলাইনার) করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সুনীতা ও বুচ। তাঁদের গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন। আটদিনের মধ্যে কাজ শেষ করে পৃথিবীতে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু ক্যাপসুলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মহাকাশযানটির থ্রাস্টার নামক এক বিশেষ যন্ত্র কাজ করছিল না। এছাড়া, হিলিয়াম গ্যাস লিক করছিল ওই স্টারলাইনার থেকে। এরপরেই নাসার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওই ক্যাপসুলে করে ফেরানো হবে না দুই নভশ্চরকে। তারপর লাগাতার প্রচেষ্টার ফলে অবশেষে পৃথিবীতে ফিরলেন তাঁরা।

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরতেই সরব হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, "আমি যখন ক্ষমতায় আসি, তখনই এলনকে বলেছিলাম সুনীতা এবং বুচকে নিরাপদে ফিরিয়ে আনতে হবে। কথা দিয়েছিলাম, সেই কথা রেখেছি।"

ক্যাপসুল থেকে বেরিয়ে সুনীতা উইলিয়ামস
Lay Off: আমেরিকায় ব্যাপক ছাঁটাই, ২০২৫-এ প্রথম ৭৩ দিনে প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বজুড়ে কর্মহীন ৩৮,২৫২ জন
ক্যাপসুল থেকে বেরিয়ে সুনীতা উইলিয়ামস
Statue of Liberty: স্ট্যাচু অফ লিবার্টি ফেরত দিক আমেরিকা! ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি ফ্রান্সের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in