
* ১৪ মার্চ, ২০২৫ পর্যন্ত ১৮২টি সংস্থা থেকে ৩৮,২৫২ জন কর্মী ছাঁটাই হয়েছেন।
* ২০২৪-এ বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই হয়েছেন ২,৩৮,৪৬১ জন কর্মী।
* ফেব্রুয়ারি মাসে আমেরিকায় পরিকল্পিত ছাঁটাই ২৪৫ শতাংশ বেড়ে ১,৭২,০১৭ জনে দাঁড়িয়েছে।
২০২৪-এর মতই ২০২৫-এও বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে অব্যাহত গতিতে চলছে ছাঁটাই। চলতি বছরে ছাঁটাই বিষয়ক যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ১৪ মার্চ, ২০২৫ পর্যন্ত ১৮২টি সংস্থা থেকে ৩৮,২৫২ জন কর্মী ছাঁটাই হয়েছেন। এই তথ্য জানিয়েছে ট্রুআপ ডট আইও।
ট্রুআপ-এর সমীক্ষা জানাচ্ছে ২০২৫-এর জানুয়ারিতে ছাঁটাই হয়েছেন ১৪,৯৮৪ জন প্রযুক্তি ক্ষেত্রের কর্মী। ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল ১৮,৫০৯ এবং মার্চ মাসে এখনও পর্যন্ত ছাঁটাই হয়েছেন ৪,৭৫৯ জন কর্মী। অর্থাৎ চলতি বছরের প্রতি দিন গড়ে ৫২৪ জন প্রযুক্তি কর্মী ছাঁটাই হয়েছেন।
এই তালিকায় আছে ওয়েফেয়ার (৩৪০ জন), লাইভ র্যাম্প (৬৫ জন), হিউলেট প্যাকারড (২,৫০০ জন), টিকটক (৩০০ জন), ওলা ইলেকট্রিক (১,০০০জন) প্রভৃতি সংস্থা। এছাড়াও এই সময় অটোডেস্ক থেকে ছাঁটাই হয়েছে ১,৩৫০ কর্মী, মেটাএক্স থেকে ছাঁটাই হয়েছেন ২০০ কর্মী, অনসেমি থেকে ২,৪০০ কর্মী।
তথ্য অনুসারে ২০২৪-এ বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই হয়েছেন ২,৩৮,৪৬১ জন কর্মী। মোট ১,১১৫টি সংস্থা থেকে এই সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে। অর্থাৎ ২০২৪ সালে প্রতিদিন গড়ে ছাঁটাই হয়েছেন ৬৫৩ জন কর্মী।
যদিও শুধু প্রযুক্তি ক্ষেত্রেই নয়। রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে গ্লোবাল আউটপ্লেসমেন্ট ফার্ম চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসকে উদ্ধৃত করে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকায় পরিকল্পিত ছাঁটাই ২৪৫ শতাংশ বেড়ে ১,৭২,০১৭ জনে দাঁড়িয়েছে। যা ২০২০-র জুলাইয়ের পর সবথেকে বেশি। ওই সংস্থা আরও জানিয়েছে এর আগের দু’টি মন্দার সময়েও এত সংখ্যক কর্মী ছাঁটাই হয়নি।
ওই প্রতিবেদন অনুসারে, এইসব ছাঁটাইয়ের বেশিরভাগই হয়েছে সরকারি ক্ষেত্র থেকে। চ্যালেঞ্জার নামক এক সংস্থা ১৭টি বিভিন্ন সংস্থা থেকে ফেডারেল সরকার কর্তৃক ঘোষিত ৬২,২৪২ জন কর্মী ছাঁটাইয়ের তথ্য পেয়েছে। সরকার বছরের প্রথম দুই মাসে প্রায় ৬২,৫৩০ জন কর্মী ছাঁটাই করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৪১,৩১১% বেশি।
সম্প্রতি রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যেই দ্বিতীয় পর্যায়ের ছাঁটাইয়ের বিস্তারিত তথ্য টেলিগ্রামে পাঠিয়েছে। যার মধ্যে ভেটারেন্স অ্যাফেয়ার্স বিভাগ ৮০,০০০ এরও বেশি কর্মী ছাঁটাই করার লক্ষ্যমাত্রা নিয়েছে। মার্কিন শিক্ষা বিভাগ চলতি সপ্তাহের মঙ্গলবার জানিয়েছে যে তারা তাদের ৪,০০০ কর্মীর প্রায় অর্ধেককে ছাঁটাই করবে। একইভাবে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন ১,০০০ এরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে।
মার্কিন ফেডারেল সরকারের খরচ কমানোর জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রচেষ্টার সম্ভাব্য রূপরেখা ১৩ মার্চ বৃহস্পতিবারের মধ্যে স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যে সরকারি সংস্থাগুলিকে দ্বিতীয় দফায় ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা জমা দেওয়ার এবং তাদের বাজেট কমানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
টেক বিলিয়নেয়ার এলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, বা DOGE, নির্মমভাবে ব্যয় সঙ্কোচের পথে হাঁটছে। ফলে বিভিন্ন ফেডারেল সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
ফিয়ারস বায়োটেক-এর ছাঁটাই সংক্রান্ত সমীক্ষা জানাচ্ছে সাম্প্রতিক সময়ে বায়োফার্মা ক্ষেত্রে ছাঁটাই-এর সংখ্যা দ্রুতহারে বাড়ছে। ওই সংস্থার সমীক্ষা অনুসারে মার্চ মাসে ৪টি সংস্থা থেকে কর্মী ছাঁটাই হয়েছে। ফেব্রুয়ারি মাসে কর্মী ছাঁটাই করেছে ১৮টি সংস্থা এবং জানুয়ারি মাসে ১৯টি সংস্থা কর্মী ছাঁটাই করেছে।
২০২৪ সালে বায়োটেক ক্ষেত্রে মোট ১৯২টি সংস্থা কর্মী ছাঁটাই করেছিল। যা ২০২৩-এর ছাঁটাই-এর অনুপাতে ৩ শতাংশ বেশি। ২০২৩-এ বায়োটেক ক্ষেত্রে ১৮৭টি সংস্থা কর্মী ছাঁটাই করেছিল। ২০২২-এ বায়োটেক ক্ষেত্রে কর্মী ছাঁটাই করেছিল ১১৮টি সংস্থা। অর্থাৎ ২০২২-এর অনুপাতে বায়োটেক ক্ষেত্রে ২০২৩-এ ছাঁটাইয়ের হার বেড়েছিল ৬৩ শতাংশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন