Lay Off: ২০২৫ জানুয়ারিতে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই প্রায় ৩০ হাজার, বছর শেষে ছাপিয়ে যাবে ২০২৪-কে?

People's Reporter: ২০২৪-এ বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই হয় প্রায় ২ লক্ষ ৮০ হাজার ৯৯১ জন। যার মধ্যে ১,৫৭,৯৫০ জন ছাঁটাই হয়েছে বিভিন্ন আমেরিকান সংস্থা থেকে। এবছর এই সংখ্যা ছাপিয়ে যাবার আশঙ্কা।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীছবি সংগৃহীত
Published on

২০২৪-এর মতই ২০২৫-এও থামছেনা বিশ্বজুড়ে ছাঁটাইয়ের ঝড়। র‍্যাশনালএফএক্স-এর সমীক্ষা অনুসারে চলতি বছরে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা থেকে ছাঁটাই হয়েছে ২৯,৫৩৭ জন। ২০২৪-এ বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই হয়েছিলেন প্রায় ২ লক্ষ ৮০ হাজার ৯৯১ জন। যা চলতি বছরে ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতবছর বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে যত ছাঁটাই হয়েছে তার মধ্যে ১,৫৭,৯৫০ জন ছাঁটাই হয়েছে বিভিন্ন আমেরিকান সংস্থা থেকে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে ২৬৭টি আমেরিকান সংস্থা এই সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। যা সারা বিশ্বে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ের সংখ্যার ৫৬.২ শতাংশ। যার মধ্যে শুধুমাত্র ডেল থেকেই ছাঁটাই হয়েছে ১৮,৫০০ এবং ইন্টেল ও আমাজন থেকে ছাঁটাই হয়েছে ১৫ হাজার করে কর্মী।

বিভিন্ন দেশ থেকে ছাঁটাইয়ের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, বিভিন্ন আমেরিকান সংস্থা থেকে ছাঁটাই হয়েছে ১,৫৭,৯৫০ জন, জার্মান সংস্থা থেকে ১৯,৪৯৫ জন, দক্ষিণ কোরিয়ান সংস্থা থেকে ১৪,৭৪০ জন, চিনা সংস্থা থেকে ১৪,৬৭৫ জন, জাপানি সংস্থা থেকে ১২,৬০৮ জন, ভারতীয় সংস্থা থেকে ৯,১১৪ জন, সুইডেন-এর সংস্থা থেকে ৭,২৫৬ জন, তুরস্কের সংস্থা থেকে ৬,০০০ জন, স্পেন-এর সংস্থা থেকে ৫,০৭২ জন, ইংল্যান্ডের সংস্থা থেকে ৪,৩২১ জন, কানাডার সংস্থা থেকে ৩,৫৩৪ জন, ফ্রান্সের সংস্থা থেকে ২,৫৬৮ জন এবং ইজরায়েলের সংস্থা থেকে ২,৪৯০ জন।

২০২৪ সালে সর্বাধিক কর্মী ছাঁটাই হয়েছে ডেল থেকে, মোট ১৮,৫০০ জন। এরপরেই তালিকায় আছে ইনটেল – ১৫,১০০ জন। আমাজন থেকে ১৪,৯৬৮ জন, স্যামসুং থেকে ১৪,৪৫৫ জন, টেসলা থেকে ১৪ হাজার জন, এলআই অটো থেকে ১০ হাজার জন, সিসকো থেকে ৯,৬০০ জন, স্যাপ থেকে ৯,৫০০ জন, তোশিবা থেকে ৯ হাজার জন, গেটির থেকে ৬ হাজার জন, পেটিএম থেকে ৫০০০ জন, সিমেন্স থেকে ৫০০০ জন। এছাড়াও এই তালিকায় আছে মাইক্রোসফট, পে-পল, জেরক্স প্রভৃতি বড়ো সংস্থা।

ছবি - প্রতীকী
Lay Off: ৩৬০০ কর্মী ছাঁটাইয়ের পথে মেটা! মার্কিন ফ্যাক্ট চেকও তুলে দেওয়ার ঘোষণা জুকারবার্গের
ছবি - প্রতীকী
Lay Off: এক ধাক্কায় ৭০০ কর্মী ছাঁটাই ইনফোসিসের! টেক সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি NITES-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in