
কর্মী ছাঁটাইয়ের পথে মেটা। যার জেরে কাজ হারাতে পারেন ৩৬০০ কর্মী। মূলত তুলনামূলক কম দক্ষ কর্মীদের সরিয়ে নতুন কর্মী নিয়োগ করা হবে বলেই জানিয়েছেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ।
ব্লুমবার্গ সূত্রে খবর, কাজে দক্ষতা বৃদ্ধির জন্য মেটা এই পদক্ষেপ নেবে। জুকারবার্গের এমন সিদ্ধান্তে বহু মানুষের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়লো।
জুকারবার্গের কথায়, 'আমি চাই কোম্পানির কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাক। নিম্নমানের কর্মক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের সরিয়ে দেওয়া হবে।' জানা যাচ্ছে মেটার মোট কর্মীর ৫ শতাংশ ছাঁটাই করা হবে। গত সেপ্টম্বরের হিসাব বলছে মেটাতে কর্মী সংখ্যা ৭২,৪০০ জন।
উল্লেখ্য, গত সপ্তাহেই জুকারবার্গ মেটার মার্কিন ফ্যাক্ট চেকিং পদ্ধতিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। যার তীব্র সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁদের অভিযোগ, ট্রাম্পের স্বার্থে ফ্যাক্ট চেক পদ্ধতি বন্ধ করতে চলেছে মেটা। এর পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামে কন্টেন্ট নিয়ন্ত্রণের নিয়মে কিছু ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে মাইক্রোসফট কোম্পানিও কাজের ভিত্তিতে ১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। একই পথে হাঁটল মেটা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন