Haryana: গণধর্ষণে অভিযুক্ত হরিয়ানার বিজেপি সভাপতি! এফআইআরে নাম সঙ্গীতশিল্পী রকি মিত্তালের

People's Reporter: নির্যাতিতার অভিযোগ, হরিয়ানার বিজেপি প্রধান তাঁকে সরকারি চাকরির দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কাসৌলির একটি হোটেলে বাডোলি এবং মিত্তালের সঙ্গে দেখা করেন তিনি।
রকি মিত্তাল (বাঁদিকে) এবং মোহন লাল বাডোলি (ডানদিকে)
রকি মিত্তাল (বাঁদিকে) এবং মোহন লাল বাডোলি (ডানদিকে) ছবি - সংগৃহীত
Published on

ধর্ষণের অভিযোগ উঠল হরিয়ানার বিজেপি সভাপতি মোহন লাল বাডোলির বিরুদ্ধে। এছাড়া সঙ্গীতশিল্পী রকি মিত্তালের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। থানায় হরিয়ানার বিজেপি প্রধান ও সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে গণধর্ষণের মামলা নথিভুক্ত করেছেন নির্যতিতা। অভিযোগ, হিমাচল প্রদেশের কাসৌলিতে এই দু’জন মিলে তাঁকে ধর্ষণ করেছে।

ঘটনাটি ঘটেছে ২০২৩ সালের ৩ জুলাই বলে জানিয়েছেন ওই মহিলা। নির্যাতিতার অভিযোগ, হরিয়ানার বিজেপি প্রধান তাঁকে সরকারি চাকরির দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হিমাচল প্রদেশের কাসৌলির একটি হোটেলে বাডোলি এবং মিত্তালের সঙ্গে দেখা করেন তিনি। অভিযোগ, সেখানে তাঁকে জোর করে মদ্যপান করানো হয়। নির্যতিতা আরও জানিয়েছেন, মিত্তাল তাঁকে অভিনেত্রী হতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিযোগকারিণীও হরিয়ানার বাসিন্দা। 

নির্যাতিতার অভিযোগ, প্রতিশ্রুতি দিয়ে দুজন তাঁকে বারবার ধর্ষণ করে। তাঁর আপত্তিকর মুহুর্তের ছবিও তোলা হয়। তিনি বাধা দিলে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও নির্যাতিতার অভিযোগ। সোলানের কসৌলি থানায় দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতা। দুজনের বিরুদ্ধে ৩৭৬ ডি (গণধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) –এর অধীনে মামলা নথিভুক্ত হয়েছে।

পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

৬১ বছর বয়সী মোহন লাল বাডোলি হরিয়ানা রাজনীতিতে খুবই চর্চিত ব্যক্তি। একসময় তিনি সক্রিয়ভাবে আরএসএস করতেন। পরে বিজেপিতে আসেন। মুরথাল থেকে জেলা পরিষদ নির্বাচনে জেতেন তিনি। সেখান থেকেই তাঁর রাজনীতির হাতেখড়ি। ২০২৪ –এর লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দিলেও জিততে পারেননি মোহনলাল। এরপর তাঁকে হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি করা হয়। বর্তমানে তিনি সেই পদেই আছেন।  

রকি মিত্তাল (বাঁদিকে) এবং মোহন লাল বাডোলি (ডানদিকে)
Sharad Pawar: শুধু লোকসভা ভোটের জন্যই তৈরি হয়েছিল ইন্ডিয়া মঞ্চ - উদ্ধবের পর এবার বেসুরো শারদ পাওয়ার
রকি মিত্তাল (বাঁদিকে) এবং মোহন লাল বাডোলি (ডানদিকে)
দিল্লিতে আয়ুষ্মান প্রকল্প চালু করতে আদালতে বিজেপি! নির্বাচনের আগে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ আপের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in