
* মে মাসের পর আবারও বড়ো ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট।
* এবার মাইক্রোসফট ছাঁটাই করছে ৯০০০ কর্মী।
* সব থেকে বড়ো প্রভাব পড়তে চলেছে সংস্থার গেমিং বিভাগে।
* চলতি বছরে বিশ্বের বিভিন্ন সংস্থায় এখনও পর্যন্ত ৬৩,৮২৩ জন প্রযুক্তি কর্মী ছাঁটাই হয়েছেন।
টেক দুনিয়ার জন্য আবারও খারাপ খবর। নিজেদের মোট কর্মী বাহিনীর ৪ শতাংশ বা ৯১০০ কর্মী ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট। যা এযাবৎকালের মধ্যে মাইক্রোসফটে সব থেকে বড়ো ছাঁটাই। বুধবার সংস্থার পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এর আগে গত মে-জুন মাসে মাইক্রোসফট থেকে প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করা হয়। ঠিক কোন কোন বিভাগ থেকে এই ছাঁটাই হবে না জানানো হলেও বিশেষজ্ঞরা অনুমান করছেন এবারের ছাঁটাইয়ের প্রভাব সব বিভাগের ওপরেই পড়বে।
মাইক্রোসফটের ছাঁটাই প্রসঙ্গে সিয়াটেল টাইমস জানিয়েছে, এবারের ছাঁটাইয়ের সব থেকে বড়ো প্রভাব পড়বে মাইক্রোসফটের গেমিং বিভাগে। যার মধ্যে যুক্ত আছে এক্সবক্স (Xbox)। এক্সবক্স-এর প্রধান ফিল স্পেন্সার কর্মীদের একথা জানিয়ে বলেছেন, একাধিক টিম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে অথবা টিমের সদস্যসংখ্যা কমিয়ে দেওয়া হবে।
মাইক্রোসফটের এক মুখপাত্র কর্মী ছাঁটাই প্রসঙ্গে সংবাদমাধ্যমে জানিয়েছেন, বর্তমান গতিশীল বাজারে সাফল্য লাভের জন্য সংস্থা এবং টিমগুলিকে সর্বোত্তম অবস্থানে রাখতে আমরা প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তনগুলির বাস্তবায়ন চালাতে থাকবো।
যদিও বাণিজ্যের ক্ষেত্রে এই বছরেও বেশ বড়ো অঙ্কের লাভের মুখ দেখেছে মাইক্রোসফট সংস্থা। বর্তমানে এই সংস্থা বিশ্বের প্রধান লাভজনক সংস্থাগুলির মধ্যে একটি। গত মার্চ মাসে শেষ হওয়া ত্রৈমাসিকের হিসেব অনুসারে মাইক্রোসফটের নীট আয় দাঁড়িয়েছে ২৬ বিলিয়ন ইউ এস ডলার। ফ্যাক্টসেট-এর তথ্য অনুসারে বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপিটালিজেশন ৩.৭ ট্রিলিয়ন ইউএস ডলার।
চলতি বছরের এপ্রিল মাসে মাইক্রোসফট ৬,০০০ কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা করেছিল। গত দু’বছর ধরে, এই সংস্থা বারবার তাদের কর্মী ছাঁটাই করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে, অ্যাক্টিভিশন ব্লিজার্ড এবং এক্সবক্স থেকে ১,৯০০ কর্মী ছাঁটাই করা হয়েছিল। মে মাসে বেশ কিছু ছাঁটাইয়ের পাশাপাশি বেশ কয়েকটি গেম স্টুডিও বন্ধ করে দেওয়া হয়। জুন মাসে হলোলেন্স এবং অ্যাজুর ক্লাউডের মতো দল থেকে আরও ১,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়। সেপ্টেম্বরে, আরও ৬৫০ জন এক্সবক্স কর্মীকে চাকরিচ্যুত করা হয়। ২০২৩ সালে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট।
২০২৪ সালের জুন মাস পর্যন্ত মাইক্রোসফটের বিশ্বব্যাপী কর্মী সংখ্যা ছিল প্রায় ২,২৮,০০০ জন। এবার সংস্থাটির ৬,৮০০ জন কর্মী ছাঁটাইয়ের ফলে মোট কর্মীর ৩ শতাংশ কমে যাবে। এর আগে ২০২৩ সালে ১০,০০০ কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট।
লেঅফস ডট এফওয়াইআই-এর (Layoffs.fyi) তথ্য অনুসারে, ২০২৫ সালে এখনও পর্যন্ত ১৫০টি সংস্থা থেকে ৬৩,৮২৩ জন প্রযুক্তি কর্মী ছাঁটাই হয়েছেন। এর মধ্যে ২ জুলাই মাইক্রোসফট ঘোষিত ৯ হাজার কর্মীর ছাঁটাইয়ের হিসেব নেই। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ (DOGE) ছাঁটাই করেছে ৬১,২৯৬ জন সরকারি কর্মীকে।
গতবছর বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে যত ছাঁটাই হয়েছে তার মধ্যে ১,৫৭,৯৫০ জন ছাঁটাই হয়েছে বিভিন্ন আমেরিকান সংস্থা থেকে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে ২৬৭টি আমেরিকান সংস্থা এই সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। যা সারা বিশ্বে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ের সংখ্যার ৫৬.২ শতাংশ। যার মধ্যে শুধুমাত্র ডেল থেকেই ছাঁটাই হয়েছে ১৮,৫০০ এবং ইন্টেল ও আমাজন থেকে ছাঁটাই হয়েছে ১৫ হাজার করে কর্মী।
২০২৪ সালে সর্বাধিক কর্মী ছাঁটাই হয়েছে ডেল থেকে, মোট ১৮,৫০০ জন। এরপরেই তালিকায় আছে ইনটেল – ১৫,১০০ জন। আমাজন থেকে ১৪,৯৬৮ জন, স্যামসুং থেকে ১৪,৪৫৫ জন, টেসলা থেকে ১৪ হাজার জন, এলআই অটো থেকে ১০ হাজার জন, সিসকো থেকে ৯,৬০০ জন, স্যাপ থেকে ৯,৫০০ জন, তোশিবা থেকে ৯ হাজার জন, গেটির থেকে ৬ হাজার জন, পেটিএম থেকে ৫০০০ জন, সিমেন্স থেকে ৫০০০ জন। এছাড়াও এই তালিকায় আছে মাইক্রোসফট, পে-পল, জেরক্স প্রভৃতি বড়ো সংস্থা।
Keywords: Microsoft layoffs, Microsoft job cuts, Microsoft 2025 layoffs, Microsoft July layoffs, Tech layoffs 2025, Big tech job cuts
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন