
• আরও একবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইন্টেলের।
• এবার মোট কর্মী বাহিনীর ২০ শতাংশ চাটাইয়ের সম্ভাবনা।
• গত বছরেও ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল এই চিপ নির্মাতা সংস্থা।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ফের দুসংবাদ। এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে আরেক প্রযুক্তি সংস্থা ইন্টেল (Intel)। জানা যাচ্ছে, জুলাই মাসে (Intel July Layoffs) সংস্থার ১৫ থেকে ২০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। মার্চ মাসে সংস্থার নতুন সিইও লিপ-বু ট্যান দায়িত্ব নেওয়ার পর চিপমেকারের এটাই প্রথম বড় কর্মী ছাঁটাই। এই কর্মী ছাঁটাই বিশ্বের হাজার হাজার কর্মীর উপর প্রভাব ফেলবে। মূলত, যাঁরা ইন্টেলের ফাউন্ড্রি কার্যক্রমের সঙ্গে যুক্ত।
দ্য ওরেগনিয়ানের তথ্য অনুসারে, ইন্টেলের এই কর্মী ছাঁটাই শুরু হবে জুলাই মাসের প্রথম। যা শেষ হবে মাসের শেষের দিকে। এ বিষয়ে ইন্টেলের ম্যানুফ্যাকচারিং বিভাগের প্রধান নাগা চন্দ্রশেখরন জানান, এই সিদ্ধান্ত গভীর বেদনাদায়ক। তবে সামর্থ্যের মধ্যে থেকে চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিচালনা দক্ষতা উন্নত করার জন্য এই পদক্ষেপ প্রয়োজনীয়। মনে করা হচ্ছে, ইন্টেলের মূল কারখানার কর্মীদের ওপরেই বেশি প্রভাব ফেলবে এই কর্মী ছাঁটাই।
যদিও কত পরিমাণ কর্মীকে ছাঁটাই করা হবে, তা নিয়ে সরাসরি সংস্থার পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে জানা যাচ্ছে, ১৫ থেকে ২০ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছাঁটাই পর্ব চলাকালীন কর্মীদের সঙ্গে যথেষ্ট যত্ন এবং সম্মান দিয়ে আচরণ করা হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মী ছাঁটাই সাংগঠনিক জটিলতা হ্রাস করার এবং গ্রাহকদের চাহিদা মেটাতে ইঞ্জিনিয়ারিং দলগুলিকে আরও ভালভাবে সাড়া দেওয়ার জন্য।
২০২৪ সালের শেষের দিকে ইন্টেল সংস্থায় কর্মচারীর সংখ্যা ছিল ১,০৯,০০০। যদিও তাদের মধ্যে কতজন তার কারখানা বিভাগে - যার নাম ইন্টেল ফাউন্ড্রি - কাজ করতেন তা স্পষ্ট নয়।
বর্তমানে ইন্টেলের চিপমেকারটি আর্থিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। সংস্থার পিসি এবং ডেটা সেন্টার বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে এবং দ্রুত বর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও কিছুটা পিছিয়ে রয়েছে। ফলস্বরূপ, এটি কার্যক্রমকে সহজতর করার এবং খরচ কমানোর চেষ্টা করছে। এই আবহে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এর আগে গত বছর ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল ইন্টেল সংস্থাটি। যার মধ্যে ৩০০০ কর্মী ছিল ওরেগনে। এটিই সংস্থার বৃহত্তম উৎপাদন কেন্দ্র।
প্রসঙ্গত, ২০২৫ সালে প্রযুক্তি শিল্পের ব্যাপক মন্দার মধ্যে চাকরি ছাঁটাইয়ের পটভূমিতেও ইন্টেলে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই সংক্রান্ত তথ্যের প্ল্যাটফর্ম Layoffs.fyi অনুসারে, এই বছর এখনও পর্যন্ত ১৪১টি সংস্থা থেকে ৬২,৮৩২ এরও বেশি প্রযুক্তি কর্মী তাদের চাকরি হারিয়েছেন। মাইক্রোসফ্ট, গুগল, অ্যামাজন এবং মেটা সহ বৃহৎ প্রযুক্তি প্রধানরা সাম্প্রতিক মাসগুলিতে নতুন ব্যবসায়িক পুনর্গঠন এবং খরচ কমানোর ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কর্মী ছাঁটাই ঘোষণা করেছেন। এর মধ্যে সবথেকে বেশি কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। গত মে মাসে এই সংস্থা ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে।
গতবছর বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে যত ছাঁটাই হয়েছে তার মধ্যে ১,৫৭,৯৫০ জন ছাঁটাই হয়েছে বিভিন্ন আমেরিকান সংস্থা থেকে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে ২৬৭টি আমেরিকান সংস্থা এই সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। যা সারা বিশ্বে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ের সংখ্যার ৫৬.২ শতাংশ। যার মধ্যে শুধুমাত্র ডেল থেকেই ছাঁটাই হয়েছে ১৮,৫০০ এবং ইন্টেল ও আমাজন থেকে ছাঁটাই হয়েছে ১৫ হাজার করে কর্মী।
২০২৪ সালে সর্বাধিক কর্মী ছাঁটাই হয়েছে ডেল থেকে, মোট ১৮,৫০০ জন। এরপরেই তালিকায় আছে ইনটেল – ১৫,১০০ জন। আমাজন থেকে ১৪,৯৬৮ জন, স্যামসুং থেকে ১৪,৪৫৫ জন, টেসলা থেকে ১৪ হাজার জন, এলআই অটো থেকে ১০ হাজার জন, সিসকো থেকে ৯,৬০০ জন, স্যাপ থেকে ৯,৫০০ জন, তোশিবা থেকে ৯ হাজার জন, গেটির থেকে ৬ হাজার জন, পেটিএম থেকে ৫০০০ জন, সিমেন্স থেকে ৫০০০ জন। এছাড়াও এই তালিকায় আছে মাইক্রোসফট, পে-পল, জেরক্স প্রভৃতি বড়ো সংস্থা।
Keywords: Intel layoffs, July 2025, 20% employees, job cuts, tech layoffs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন