Lay Off: ২০২৩-র পর সবথেকে বড় কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট!

People's Reporter: ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মাইক্রোসফটের বিশ্বব্যাপী কর্মী সংখ্যা ছিল প্রায় ২,২৮,০০০ জন। এবার সংস্থাটির ৬,৮০০ জন কর্মী ছাঁটাইয়ের ফলে মোট কর্মীর ৩ শতাংশ কমে যাবে।
ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট
ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফটগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ফের কর্মী ছাঁটাইয়ের পথে টেক জায়ান্ট মাইক্রোসফট। এবার বিশ্বজুড়ে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে সংস্থাটি। ২০২৩ সালের পর ফের বিপুল সংখ্যক কর্মী চাকরি হারাতে চলেছেন।

২০২৪ সালের জুন মাস পর্যন্ত মাইক্রোসফটের বিশ্বব্যাপী কর্মী সংখ্যা ছিল প্রায় ২,২৮,০০০ জন। এবার সংস্থাটির ৬,৮০০ জন কর্মী ছাঁটাইয়ের ফলে মোট কর্মীর ৩ শতাংশ কমে যাবে। এর আগে ২০২৩ সালে ১০,০০০ কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট।

CNBC-র এক প্রতিবেদন অনুযায়ী, এই ছাঁটাই কর্মীদের কর্মক্ষমতার ভিত্তিতে নয়। বরং এটি মাইক্রোসফটের দীর্ঘমেয়াদী সাংগঠনিক পুনর্গঠন প্রচেষ্টার অংশ। সংস্থার এক মুখপাত্র বলেন, "গতিশীল বাজারে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যুদ্ধে টিকে থাকার জন্য আমরা কোম্পানিকে সর্বোত্তম অবস্থানে রাখার চেষ্টা করছি। যার কারণে প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন করছি।"

সম্প্রতি প্রযুক্তি বিভাগে ছাঁটাইয়ের প্রবণতা ফের চিন্তা বাড়াচ্ছে গোটা পৃথিবীতে। ঠিক এক সপ্তাহ আগেই সাইবার নিরাপত্তা সংস্থা CrowdStrike তাদের ৫% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল।

মাইক্রোসফট যদিও নির্দিষ্টভাবে কোন বিভাগে এই ছাঁটাই হবে তা বিস্তারিত জানায়নি। তবে সংস্থাটি জানিয়েছে, এই পরিবর্তনগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং এবং গ্রাহক চাহিদার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নেওয়া হচ্ছে।

ছাঁটাইয়ের মধ্যেও মাইক্রোসফটের আর্থিক রিপোর্ট অত্যন্ত শক্তিশালী। ২০২৫ সালের এপ্রিলের শেষে কোম্পানিটি ২৫.৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। যা বিশ্লেষকদের প্রত্যাশার থেকে বেশি। আগামী মাসগুলিতেও সংস্থাটির আর্থিক বৃদ্ধির অনুমান করা হয়েছে।

ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট
পদ্মশ্রী পুরস্কারপ্রাপক বিজ্ঞানী আয়াপ্পানের রহস্যমৃত্যু! কাবেরী নদী থেকে উদ্ধার দেহ, তদন্তে পুলিশ
ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট
Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে আটক ২৮ দিন, ৫৬ লক্ষ টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in