পদ্মশ্রী পুরস্কারপ্রাপক বিজ্ঞানী আয়াপ্পানের রহস্যমৃত্যু! কাবেরী নদী থেকে উদ্ধার দেহ, তদন্তে পুলিশ

People's Reporter: পুলিশ সূত্রে খবর, গত ৭ মে থেকে নিখোঁজ ছিলেন বিজ্ঞানী। সেদিন সকালে স্কুটার নিয়ে বের হন তিনি। কিন্তু মোবাইল নিয়ে যাননি।
প্রয়াত পদ্মশ্রীপ্রাপক সুব্বান্না আয়াপ্পান (বামদিকে)
প্রয়াত পদ্মশ্রীপ্রাপক সুব্বান্না আয়াপ্পান (বামদিকে)ছবি - সংগৃহীত
Published on

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মৎস্য বিজ্ঞানী তথা ভারতের কৃষি গবেষণা পরিষদের (ICAR) প্রাক্তন ডিরেক্টর সুব্বান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু (৬৯) । গত শনিবার কর্ণাটকের শ্রীরঙ্গপাটনার সাঁই আশ্রমের কাছে কাবেরী নদী থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বিজ্ঞানীর এই রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অস্বাভাবিক খুনের মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৭ মে থেকে নিখোঁজ ছিলেন বিজ্ঞানী। সেদিন সকালে স্কুটার নিয়ে বের হন তিনি। কিন্তু মোবাইল নিয়ে যাননি। বাড়ি না ফেরায় মাইসুরুর বিদ্যারণ্যপুরম থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। তদন্তে নেমে সাঁই আশ্রমের কাছ থেকে স্কুটার উদ্ধার করে পুলিশ। এরপর শনিবার নদী থেকে বিজ্ঞানীর ভাসমান দেহ উদ্ধার করা হয়। রবিবার দেহ শনাক্ত করে আয়াপ্পানের পরিবার।

মৃত্যুর আসল কারণ জানা না গেলেও প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বিজ্ঞানী আত্মহত্যা করেছেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “নদী থেকে মৃতদেহটি পচা অবস্থায় উদ্ধার করা হয়। এতে কোনও আঘাত ছিল না। তিনি মোবাইল ফোনটি বাড়িতে রেখে এসেছিলেন। আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না”। পূর্ণ তদন্তের পরেই তা নিশ্চিত করা হবে।

কে আর হাসপাতালে ময়নাতদন্তের পর, বিজ্ঞানীর মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চামুন্ডি পাহাড়ের পাদদেশে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় বিজ্ঞানীর। আয়াপ্পনের স্ত্রী এবং দুই মেয়ে রয়েছেন।

১৯৫৫ সালে ১০ ডিসেম্বর চামরাজানগর জেলার ইয়েলানুরে জন্মগ্রহণ করেন সুবান্না। ১৯৭৭ সালে মেঙ্গালুরুতে স্নাতকোত্তর এবং ১৯৯৮ সালে বেঙ্গালুরুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিক্ষেত্রে পিএইচডি করেন তিনি। ভারতে নীল বিপ্লবের অন্যতম জনক বলা হয় সুব্বান্না আয়াপ্পানকে। ভারতে মৎস্য চাষে বিপ্লব এনেছিলেন তিনি। তাঁর হাতেই প্রতিষ্ঠা হয় ন্যাশনাল ফিশারিজ ডেভলপমেন্ট বোর্ডের।

মৎস্য চাষে উন্নয়ন, গ্রামীণ এবং উপকূল এলাকায় মাছ চাষ বাড়ানোর পাশাপাশি এই কর্মক্ষেত্রে যুক্তদের আর্থিক উন্নতিতে তাঁর বিরাট অবদানের জন্য ২০২২ সালে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় সুবান্নাকে।

তাঁর মৃত্যতে শোকপ্রকাশ করেছে আইসিএআর। শ্রদ্ধাজ্ঞাপন করে নিজেদের এক্স হ্যান্ডেলে লিখেছে, “গভীর দুঃখের সাথে জানাচ্ছি ডঃ এস. আয়াপ্পানের মৃত্যুতে ICAR পরিবার শোকাহত। তাঁর আত্মার চির শান্তি কামনা করি!”

প্রয়াত পদ্মশ্রীপ্রাপক সুব্বান্না আয়াপ্পান (বামদিকে)
India Pak Tensions: অবশেষে মুক্তি, ২২ দিনের মাথায় BSF জওয়ান পূর্ণমকে ভারতে ফেরালো পাকিস্তান!
প্রয়াত পদ্মশ্রীপ্রাপক সুব্বান্না আয়াপ্পান (বামদিকে)
Tamil Nadu: পোল্লাচি যৌন নির্যাতন মামলায় ৯ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা আদালতের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in