
২২ দিনের মাথায় পাকিস্তান থেকে ভারতে ফিরলেন আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরানো হয় তাঁকে। বিএসএফ-এর তরফ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
গত ২৩ এপ্রিল থেকে পাক রেঞ্জারের হাতে আটক ছিলেন পূর্ণম। তাঁর পরিবারের সদস্যরা রীতিমতো চিন্তায় ছিলেন। অবশেষে সেই চিন্তার অবসান ঘটলো। বুধবার নিজের দেশে ফিরেছেন তিনি।
গত রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণমকে এক সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। সংবাদমাধ্যমে পূর্ণমের স্ত্রী রজনী জানিয়েছিলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন পূর্ণম। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। পরিবারে কে কে আছেন, সে সবও জানতে চেয়েছেন। পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। এখন আমি অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি”।
পূর্ণমের বাড়ি হুগলীর রিষড়া পুরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। ছুটি কাটিয়ে গত ৩১ মার্চ পুর্নম ফিরে যান পাঠানকোটে। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন তিনি।
গত ২৩ এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জারের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম সাউ। জানা যায়, ভুল করে পাকিস্তানের সীমান্তের একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় তাঁকে বন্দি করা হয়। তারপর থেকে পাকিস্তান বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে বিএসএফ বাহিনী। স্বামীর করমস্থলে যান তাঁর স্ত্রী। হিমাচল প্রদেশের কাংড়ায় অবস্থিত বিএসএফের সদর দফতরেও যান তিনি। অবশেষে পূর্ণমের মুক্তিতে খুশি গোটা ভারতবাসী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন