
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় 'অপারেশন কেল্লার' অভিযান ভারতীয় সেনা বাহিনীর। এই অভিযানে নিহত হয়েছে ৩ জঙ্গি।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনতে পান, যার পরেই এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী এবং কাশ্মীর পুলিশ। এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এখনও পর্যন্ত তিন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেলেও, অভিযান শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলেই জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সমাজমাধ্যমে জানানো হয়, ১৩ মে ২০২৫ তারিখে, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, শোপিয়ানের শোয়েকল কেল্লার এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী একটি অনুসন্ধান এবং সন্ত্রাস দমন অভিযান শুরু করে। অভিযান চলাকালীন, সন্ত্রাসবাদীরা প্রচণ্ড গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। যার ফলে তিন সন্ত্রাসবাদী নিহত হয়।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগেই বান্দিপোরা জেলায় হিজবুল মুজাহিদিন জঙ্গির ভাই, যাকে জঙ্গি সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, এক এনকাউন্টারে নিহত হয়। ফলে সাম্প্রতিক এই ঘটনাগুলো কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস দমন অভিযানের আরও গতি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন