
সৌর শক্তিতে দেশের অন্যতম প্রধান সংস্থা সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI)-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রামেশ্বর প্রসাদ গুপ্তাকে থেকে সরালো কেন্দ্র সরকার। নির্দিষ্ট কোনও কারণ না জানালেও অনেকে মনে করছেন আমেরিকায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগের সাথে ওই সংস্থার নাম জড়িয়ে যাওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১০ মে মন্ত্রিসভার নিয়োগ কমিটির জারি করা এক নির্দেশিকায় বলা হয়, "তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়" রামেশ্বর প্রসাদ গুপ্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের কোনও কারণ উল্লেখ করা হয়নি।
গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আর পি গুপ্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সচিব পদে শেষবার দায়িত্বে ছিলেন। তিনি ২০২৩ সালের জুন মাসে SECI-র দায়িত্ব নেন এবং তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী মাসে।
SECI-এর বিরুদ্ধে বিদ্যুৎ বিক্রয় ও ক্রয় সংক্রান্ত নীতিনির্ধারণে স্বচ্ছতার অভাব, দরপত্র ব্যবস্থাপনার ত্রুটি এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্বসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সংস্থাটির প্রায় ১২ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প এখনও বিদ্যুৎ বিক্রয় বা ক্রয় চুক্তির অনুমোদন পায়নি।
এই পরিস্থিতির মধ্যে, আদানি গ্রুপ এবং Azure Power-এর সঙ্গে যুক্ত প্রকল্পগুলির দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। অভিযোগ, ২০১৯-২০ সালে SECI-এর মাধ্যমে ৩০ গিগাওয়াটের বিশাল টেন্ডার ডাকলেও তার অধিকাংশ প্রকল্পে কোনও ক্রেতা পাওয়া যায়নি।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্তে উঠে এসেছে, আদানি এবং Azure রাজ্য সরকারের আধিকারিকদের ঘুষ দিয়ে এই চুক্তি আদায়ের চেষ্টা করেছিল।
২০২২ সালে SECI-এর প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম প্রকল্পে নির্ধারিত শুল্ককেও এই বছরের জানুয়ারিতে সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (CERC) খারিজ করে দেয়। CERC জানায়, "বিদ্যুৎ সরবরাহ এবং ক্রয় চুক্তি (PSA এবং PPA) স্বাক্ষরে বিলম্ব"-র কারণে খারিজ করা হয়েছে।
একাধিক বিতর্কের মধ্যে SECI-র চেয়ারম্যানকে আচমকাই বরখাস্ত নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক স্তরে। যদিও আর পি গুপ্ত এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।
আর কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন, গত নভেম্বর মাসে গৌতম আদানি এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে সোলার এনার্জির নাম ছিল। সংস্থার সুপারিশের কারণেই আদানি গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন রাজ্য চুক্তি করে। এখন মেয়াদ শেষের আগেই সোলার এনার্জির সিএমডি-কে সরানো হচ্ছে। এই সমস্ত কাজ করেও ‘মোদানি’ কেলেঙ্কারি লুকিয়ে রাখা যাবে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন