'মানুষের আস্থা অর্জন করতে হয়, আর সুপ্রিম কোর্ট...' - বিদায়ীভাষণে আবেগপ্রবণ প্রধান বিচারপতি খান্না

People's Reporter: মঙ্গলবার সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করলেন সঞ্জীব খান্না।
সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না
সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাছবি - সংগৃহীত
Published on

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করলেন সঞ্জীব খান্না। আগামীকাল ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বগ্রহণ করবেন বিচারপতি বিআর গাভাই। এদিন নিজের বিদায়ী ভাষণে বিচারপতি সঞ্জীব খান্না বলেন, মানুষের আস্থা অর্জন করতে হয়। আর সুপ্রিম কোর্ট সেটা করেছে।

এদিন আবেগপ্রবণ হয়ে সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি বলেন, “আমি ভাষাহীন হয়ে পড়েছি। অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। একবার আপনি আইনজীবী হয়ে গেলে, আপনি সারাজীবন আইনজীবীই থাকেন। বিচার বিভাগের উপর যে জনসাধারণের আস্থা আছে তা অর্জন করতে হয়। বিচার বিভাগ একটি সাধারণ শব্দ যা বেঞ্চ এবং বারের প্রতিনিধিত্ব করে। বার হল বিবেকের রক্ষক”।

বিদায়ী প্রধান বিচারপতির কথায়, বিচারপতিরা বিভিন্ন পরিবেশ থেকে সুপ্রিম কোর্টে আসেন এবং এই বৈচিত্র্য বিচারিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। এরপরেই তাঁর উত্তরসূরিকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, বিচারপতি বিআর গাভাই হল তাঁর বড় সমর্থক। তিনি বলেন, “বিআর গাভাইয়ের মধ্যে আপনারা একজন মহান প্রধান বিচারপতি পাবেন। তিনি মৌলিক অধিকার এবং স্বাধীনতা সমুন্নত রাখবেন”।

উল্লেখ্য, সঞ্জীব খান্নার ২০ বছরের বিচারপতি জীবনের অবসান ঘটল মঙ্গলবার। ২০০৫ সালে প্রথম দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এর এক বছর পরেই স্থায়ী বিচারপতি হন তিনি। এরপর দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব সামলেছেন বহু বছর। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আসেন। এরপর গতবছর নভেম্বর মাসে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খান্না।

২০১৯-২০২৫, গত ছ’বছর সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন একাধিক ঐতিহাসিক রায়ের অংশ ছিলেন তিনি। যার মধ্যে রয়েছে - ৩৭০ ধারার অবলুপ্তি, পরকীয়া মামলা, নির্বাচনী বা ইলেক্টোরাল বন্ড এবং ইভিএম-ভিভিপিএটি ট্যালি মামলা।

বুধবার সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করবেন বিআর গাভাই।

সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না
'যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধ করুন, এটা বলিউড সিনেমা নয়' - প্রাক্তন সেনাপ্রধান নারাভানে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in