'যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধ করুন, এটা বলিউড সিনেমা নয়' - প্রাক্তন সেনাপ্রধান নারাভানে

People's Reporter: সংঘর্ষবিরতিতে দেশের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা নেটিজনদের এবার কড়া ভাষায় জবাব দিলেন প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে।
প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে
প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানেছবি - সংগৃহীত
Published on

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে শনিবার সংঘর্ষবিরতি ঘোষণা করেছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্ততায় শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান। যা নিয়ে সোশ্যাল মিডিয়ার একাংশ প্রশ্ন তুলেছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়েও ক্ষুব্ধ অনেকে। দেশের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা নেটিজনদের এবার কড়া ভাষায় জবাব দিলেন প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে।

রবিবার পুণেতে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া–এর হীরক জয়ন্তী উৎযাপনে ভাষণ দেন মনোজ নারাভানে। সেখানে তিনি বলেন, “একটা অশান্ত সপ্তাহ কাটল। যার শুরু হয়েছিল অপারেশন সিঁদুর দিয়ে। যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী শিবিরগুঁড়িয়ে দেয় ভারতীয় সশস্ত্র বাহিনী। তারপরে চার দিন ধরে আকাশ ও স্থলপথে যুদ্ধ। শেষমেশ সামরিক অভিযান বন্ধের ঘোষণার মাধ্যমে এটা শেষ হল। তবে আমি আবারও বলে দিতে চাই যে, এটা কেবল সামরিক অভিযান বন্ধ, যুদ্ধবিরতি নয়”।

এরপরেই প্রাক্তন সেনাপ্রধানের সংযোজন, “বেশ কয়েকজন সামরিক অভিযান স্থগিত করার বিষয়ে প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধ বিরতি ঠিক না ভুল? এমন কৌতূহলও রয়েছে। এপ্রসঙ্গে আমি বলতে চাই, যুদ্ধ কোনও রোম্যান্টিক বিষয় নয়। কিংবা এটা আপনার ওই বলিউড সিনেমা নয়। যুদ্ধ বা হিংসার পথে হাঁটার সিদ্ধান্ত দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গেলে, তবেই অবলম্বন করা উচিত। ঠিক যে কারণে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এটা যুদ্ধের যুগ নয়। যদিও কিছু অজ্ঞ লোকেরা চাইছেন, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে তবে আমি আবারও বলব, যুদ্ধ নিয়ে এত উল্লাস করা উচিত নয়”।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানার ১৫ দিনের মাথায় ৬ মে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এরপর থেকে উত্তেজনা শুরু হয় ভারত-পাক সীমান্তে। সেই আবহে শনিবার বিকেলে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মতি জানিয়েছে। এরপরই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিক বৈঠক করে একথা জানান। আজ ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তান সেনার ডিজিএমও কাশিফ আবদুল্লা হটলাইনে কথাও বলেন।

প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে
Karachi Bakery: ফের হায়দরাবাদের করাচী বেকারিতে হামলা, অভিযুক্ত বিজেপি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in