Karachi Bakery: ফের হায়দরাবাদের করাচী বেকারিতে হামলা, অভিযুক্ত বিজেপি

People's Reporter: ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গেরুয়া উত্তরীয় পরা একটি দল করাচী বেকারির নাম পরিবর্তনের দাবিতে দোকানে ভাঙচুর চালাচ্ছে।
হায়দারাবাদের করাচী বেকারিতে ভাঙচুর
হায়দারাবাদের করাচী বেকারিতে ভাঙচুর ছবি ঘটনার এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে হায়দ্রাবাদে করাচী বেকারির একটি শাখায় ফের ভাঙচুর চালানো হয়। অভিযোগ, শনিবার হায়দ্রাবাদের শামশাবাদে করাচী বেকারির শাখার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা। দাবি উঠেছে ওই সংস্থার নাম পরিবর্তনের। যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে বলে খবর। এই হামলায় মেলেনি কোনও হতাহতের খবর।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শামশাবাদের করাচী বেকারির সামনে গেরুয়া উত্তরীয় পরা একটি দল ভারতের পতাকা হাতে জড়ো হয়। এরপর দোকানে ভাঙচুর শুরু করে তারা। দোকানের হোর্ডিং ক্ষতিগ্রস্ত করে। নাম পরিবর্তনের দাবি তোলে তারা। ভাইরাল ভিডিওতে পুলিশের উপস্থিতিও দেখা গেছে। ভাঙচুরের সময় ঘটনাস্থলেই ছিল পুলিশ। (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

এই নিয়ে তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল ৩টে নাগাদ করাচী বেকারির সামনে বিক্ষোভ দেখান কিছু ব্যক্তি। কয়েকজন জড়ো হয়ে দোকানের নাম বদলের দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সমর্থক। তবে এই হামলার ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ভারত-পাক উত্তেজনার আবহে সম্প্রতি একাধিকবার করাচী বেকারির বিভিন্ন শাখায় হামলা চালানো হয়েছে। কেবল মাত্র নামের কারণেই এই হামলা বলে জানা গেছে। সব ক্ষেত্রেই অভিযোগের তির হিন্দুত্ববাদীদের দিকে।

করাচী নাম হলেও এটি সম্পূর্ণ ভারতীয় সংস্থা। খানচাঁদ রামনানি নামের এক হিন্দু সিন্ধি ব্যবসায়ী দেশভাগের পর পুরো পরিবার নিয়ে ভারতে চলে আসেন। এরপর ১৯৫৩ সালে হায়দরাবাদের মোজামজহি মার্কেটে করাচি বেকারি নামে একটি বেকারি প্রতিষ্ঠা করেন। এরপর ধীরে ধীরে ভারতের বিস্তীর্ণ অংশে সংস্থাটি শাখা বিস্তার করে। বর্তমানে এই সংস্থার মালিক রাজেশ এবং হরিশ রামানানি।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় রাজেশ এবং হরিশ রামানানি জানিয়েছেন, “আমরা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি তারা যেন নাম পরিবর্তন রোধে সহায়তা করেন। শহর জুড়ে আমাদের শাখাগুলিতে মানুষ তেরঙ্গা পতাকা উত্তোলন করছে। দয়া করে আমাদের সমর্থন করুন কারণ আমরা একটি ভারতীয় ব্র্যান্ড, পাকিস্তানি ব্র্যান্ড নয়”।

হায়দারাবাদের করাচী বেকারিতে ভাঙচুর
ভারত-পাক সংঘর্ষ বিরতি ঘোষণা করেছেন ট্রাম্প! সংসদে বিশেষ অধিবেশন চেয়ে মোদীকে চিঠি রাহুলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in