
কর্ণাটকে আইটি শ্রমিকদের আন্দোলনের জেরে কাজের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হল রাজ্য সরকার। কর্ণাটক স্টেট আইটি/আইটিইএস এমপ্লয়িজ ইউনিয়ন (KITU)-র পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, কর্ণাটক সরকার আইটি/আইটিইএস সেক্টরে কাজের সময় বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। যা আইটি সেক্টরের কর্মীদের লাগাতার আন্দোলনের জয়।
KITU-র পক্ষ থেকে জানান হয়েছে, কোনও আইন বলে শ্রমিকদের ওভারটাইম সহ দিনে দশ ঘণ্টার বেশি কাজ করানো যায় না। শ্রমিকদের কাজের সময় বাড়ানোর যে প্রস্তাব আনা হয়েছিল তা পাশ হলে, শ্রমিকদের ১২ ঘণ্টা কাজ করানো আইনসম্মত হয়ে যেত। এরফলে একদিকে যেমন বিভিন্ন সংস্থা তিন শিফটের পরিবর্তে দুই শিফট কাজ করাতো, তেমনই এর ফলে এক তৃতীয়াংশ কর্মীকে ছাঁটাইয়ের পথ দেখতে হত।
সংগঠনের পক্ষ থেকে এই বিবৃতিতে বলা হয়েছে, কর্ণাটকের আইটি সেক্টরের কর্মচারীদের প্রতিনিধিত্বকারী একমাত্র রেজিস্ট্রিকৃত ইউনিয়ন KITU, কর্ণাটক সরকারের কাজের সময় বৃদ্ধির প্রচেষ্টার বিরুদ্ধে বেঙ্গালুরু জুড়ে কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণের সাথে গত দেড় মাস ধরে লাগাতার আন্দোলন চালিয়েছে। এরপর মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত লেবার কমিশনার জি মঞ্জুনাথের সঙ্গে বৈঠকে বসে সংগঠনের প্রতিনিধিবৃন্দ। যে বৈঠকে প্রস্তাবিত সংশোধন সরিয়ে নেবার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
প্রস্তাবিত "কর্ণাটক দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল 2025" (Karnataka Shops and Commercial Establishments Act, 1961), যা কাজের সময় বৃদ্ধির জন্য কর্ণাটক দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান আইন, 1961 সংশোধন করার চেষ্টা করেছিল। গত ১৮ জুন শ্রম বিভাগ কর্তৃক আহুত একটি সভায় এই বিল পেশ করা হয়। KITU প্রতিনিধিরা সভায় সংশোধনীর তীব্র বিরোধিতা করে বলেন যে, এই প্রস্তাব একজন শ্রমিকের ব্যক্তিগত জীবনের মৌলিক অধিকারের উপর সরাসরি আক্রমণ। KITU সরকারকে দৃঢ়ভাবে সতর্ক করে জানায়, ইউনিয়ন কোনও পরিস্থিতিতেই এই ধরনের বিল বাস্তবায়ন করতে দেবে না।
গত দেড় মাস ধরে, KITU প্রস্তাবিত বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এবং ধারাবাহিক প্রচার চালিয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে, আইটি পার্ক, আইটি কোম্পানিগুলির সামনে এই প্রচার আন্দোলনে বড়ো সংখ্যায় কর্মীরা অংশ নিয়েছেন। কর্মচারীদের এই লাগাতার আন্দোলন কর্ণাটক সরকারকে কাজের সময় বাড়ানোর প্রস্তাব থেকে পিছু হটতে বাধ্য করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন