
সরকারি কাজে ব্যবহার করা যাবে না 'চ্যাটজিপিটি' বা 'ডিপসিক'-এর মতো এআই অ্যাপ্লিকেশনগুলি। সম্প্রতি এমনই নির্দেশ দিয়ে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, এই ধরণের এআই টুল ব্যবহারের ফলে সরকারি তথ্য ফাঁসের ঝুঁকি বেড়ে যেতে পারে, নষ্ট হতে পারে গোপনীয়তা।
ঘটনাচক্রে, 'চ্যাটজিপিটি'-এর প্রধান স্যাম অল্টম্যান বুধবার ভারতে এসেছেন। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর সঙ্গে সাক্ষাত করেছেন। তার ঠিক পরেই এই নির্দেশিকাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশটি গত ২৯ জানুয়ারি দেওয়া হয়েছিল।
নির্দেশিকায় বলা হয়েছে, “কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কোনও অ্যাপ (যেমন চ্যাটজিপিটি, ডিপসিক ইত্যাদি) অফিসের কম্পিউটার বা অন্য কোনও ডিভাইসে ব্যবহার করলে তা সরকারি তথ্যের গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই অ্যাপগুলি ঝুঁকিপূর্ণ হতে পারে।'' যদিও এই নিয়ে প্রকাশ্যে অর্থ মন্ত্রক, চ্যাটজিপিটি বা ডিপসিক-এর প্রতিনিধিরা কোনও মন্তব্য করেনি। তবে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অর্থ মন্ত্রকের তিন জন আধিকারিক এই অভ্যন্তরীণ নির্দেশিকার বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থ মন্ত্রক ছাড়া আর কোনও মন্ত্রকে এই নির্দেশ জারি হয়েছে কিনা তাও জানা যায়নি।
তবে শুধুমাত্র ভারতে নয়, অস্ট্রেলিয়া এবং ইতালির মতো দেশগুলি তথ্য ফাঁসের ঝুঁকির কথা উল্লেখ করে 'ডিপসিক'-এর ব্যবহারের উপর একই রকম নিষেধাজ্ঞা জারি করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন