Illegal Migrants: ভারতীয়দের হাতে পায়ে শেকল নিয়ে প্রশ্ন - বিরোধী সাংসদদের বিক্ষোভে মুলতুবি অধিবেশন

People's Reporter: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছেন। যাঁদের ভারতে পাঠানো হবে। এঁদের বেশিরভাগই এজেন্টের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে আমেরিকা গেছিলেন।
সংসদের বাইরে বিরোধী সাংসদদের বিক্ষোভ
সংসদের বাইরে বিরোধী সাংসদদের বিক্ষোভসুপ্রিয়া ভরদ্বাজের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে পথে বসার উপক্রম হয়েছে সে দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের। সূত্র অনুসারে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছেন। যাঁদের ভারতে ফেরত পাঠানো হবে। যার মধ্যে প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে ১০৪ জনকে। বৃহস্পতিবার এই বিষয়ে আলোচনা চেয়ে সংসদে দাবি জানান বিরোধীরা। তুমুল হৈ হট্টগোলের জেরে এদিন লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায় দুপুর ২টো পর্যন্ত। জানা গেছে অধিবেশন শুরু হলে এই বিষয়ে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ট্রাম্প সরকারের সিদ্ধান্তে এর ফলে একদিকে যেমন বহু ভারতীয়কে ভারতে ফিরতে বাধ্য করা হবে তেমনই ফিরে আসা অবৈধ অভিবাসীদের পরিবারের সামনে এখন বড়ো চিন্তা বিপুল টাকার দেনা কীভাবে তারা শোধ করবেন? কারণ এঁদের বেশিরভাগই এজেন্টের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে ভারত ছেড়ে আমেরিকা গেছিলেন।

মঙ্গলবার টেক্সাস থেকে যাত্রা করে গতকাল ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে ভারতে নেমেছে আমেরিকান সামরিক বিমান সি-১৭। বুধবার যেসব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছে ২৫ জন মহিলা, ১২ জন নাবালক। জানা গেছে এঁদের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম। এঁদের অধিকাংশই জানিয়েছেন মাত্র দিন দশেক আগেই তাঁরা আমেরিকা পৌঁছেছিলেন। সংবাদমাধ্যমের সামনে তাঁরা দাবি করেছেন আমেরিকান সামরিক বিমানে তাদের হাতকড়া এবং পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছিল। অমৃতসর নামার পর তাদের হাত পায়ের শিকল খোলা হয়।

ভারতে ফেরা এমনই এক অবৈধ অভিবাসী সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমেরিকা যাবার জন্য তাঁরা এজেন্টকে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন। বিনিময়ে আমেরিকায় বসবাসের ব্যবস্থা এবং চাকরির ব্যবস্থার নিশ্চয়তা দিয়েছিল ওই এজেন্ট। ওই পরিবারের চার সদস্যের আমেরিকা যেতে ৬০ লক্ষ টাকা খরচ করতে হয়েছিল। এই বছরেই তাঁরা দুবাই হয়ে ‘ডঙ্কি রুট’ দিয়ে আমেরিকা প্রবেশ করেন। যদিও জানুয়ারির ১৫ তারিখের পর থেকে ওই এজেন্টের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এঁদের কেউ কেউ টাকা ধার করে এজেন্টকে দিয়ে আমেরিকা গেছিলেন। যাঁদের এখন একটাই চিন্তা, কীভাবে ওই বিপুল পরিমাণ টাকা তাঁরা শোধ করবেন।

ভারতে ফেরার পর এক গুজরাটি পরিবার সংবাদমাধ্যমে দাবি করেছেন তাঁরা এজেন্টকে ১ কোটি টাকা দিয়ে আমেরিকা গেছিলেন। অমৃতসরের এক ব্যক্তি জানিয়েছেন তিনি তাঁর ভাইপোকে আমেরিকায় পাঠানোর জন্য ৪২ লক্ষ টাকার বিনিময়ে দেড় একর জমি বিক্রি করে সেই টাকা এজেন্টকে দিয়েছিলেন। মাত্র কয়েক আগেই মেক্সিকো সীমান্ত অঞ্চল দিয়ে তাঁর ভাইপো আমেরিকায় প্রবেশ করেছিল।

তথ্য অনুসারে বুধবার আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে হরিয়ানার ৩৫ জন (৩১ পুরুষ ও ৪ মহিলা), গুজরাটের ৩৩ জন (১৫ পুরুষ ও ১৮ মহিলা), পাঞ্জাবের ৩১ জন (২৮ পুরুষ ও ৩ মহিলা), উত্তরপ্রদেশের ৩ জন (সকলেই পুরুষ) এবং মহারাষ্ট্রের ২ জন (সকলেই পুরুষ) আছেন।

সংসদের বাইরে বিরোধী সাংসদদের বিক্ষোভ
USA vs China: একতরফা শুল্ক ঘোষণায় WTO-র নিয়ম লঙ্ঘন - আমেরিকার ওপর পাল্টা শুল্ক চাপিয়ে জানালো চিন
সংসদের বাইরে বিরোধী সাংসদদের বিক্ষোভ
Donald Trump: শপথ গ্রহণের পরই হু'র সঙ্গে সম্পর্ক ছিন্ন আমেরিকার নয়া প্রেসিডেন্ট ট্রাম্পের
সংসদের বাইরে বিরোধী সাংসদদের বিক্ষোভ
Donald Trump: আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের ইঙ্গিত ট্রাম্পের, বিশ্বের কোন কোন দেশে আছে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in