Donald Trump: আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের ইঙ্গিত ট্রাম্পের, বিশ্বের কোন কোন দেশে আছে?

People's Reporter: ডোনাল্ড ট্রাম্পের মতে, জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির নিয়মের কারণে দেশে অনুপ্রবেশ বাড়ছে, ‘বার্থ ট্যুরিজম’ জনপ্রিয় হচ্ছে। তাই এই নিয়ম বাতিল করা উচিত।
সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি- সংগৃহীত
Published on

আমেরিকায় বন্ধ করে দেওয়া হতে পারে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তি। সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সেরকমই ইঙ্গিত দিয়েছেন। সংবাদমাধ্যম এনবিসি-র এক সাক্ষাৎকার অনুষ্ঠানে গিয়ে ট্রাম্প জানিয়েছেন, আমরা এই নিয়ম বাতিল করতে চাই কারণ এটা অসম্ভব একটা বিষয়। তিনি আরও দাবি করেন, বিশ্বের কোনও দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয়না। আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের মতে, জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির নিয়ম থাকার কারণে দেশে অনুপ্রবেশ বাড়ছে এবং ‘বার্থ ট্যুরিজম’ জনপ্রিয় হচ্ছে। তাই এই নিয়ম বাতিল করা উচিত। যদিও এই নিয়ম বাতিল করতে গেলে একাধিক আইনি বাধার মুখে পড়তে হতে পারে।

জন্মসূত্রে নাগরিকত্ব কী?

আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির নিয়ম অনুসারে যে কেউ আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করবে সেই আমেরিকার নাগরিকত্ব পাবার যোগ্য। এই নিয়ম বহুদিন ধরে আমেরিকায় চালু আছে এবং এই নিয়মের ফলে বহু অবৈধ বসবাসকারীর সন্তানরা আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। এছাড়াও ট্যুরিস্ট ভিসায় ঘুরতে আসা অথবা স্টুডেন্ট ভিসায় পড়তে আসা অন্য দেশের নাগরিকরাও এই সুবিধা পেয়েছেন।

বর্তমান সময়ে যদিও জন্মগত নাগরিকত্ব নিয়ে বিভিন্ন দেশে বিতর্ক দানা বেঁধেছে। সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ট্রাম্প এবং তাঁর সমর্থকদের মতে এই নিয়মের অপব্যবহার করা হচ্ছে এবং আমেরিকান নাগরিকত্ব অর্জনের জন্য কঠোর মান প্রয়োগ করা উচিত।

যদিও অন্যদিকে, আইনজীবীদের মতে জন্মগত অধিকার নাগরিকত্ব একটি সাংবিধানিক অধিকার যা ১৪ তম সংশোধনীর দ্বারা নিশ্চিত করা হয়েছে। একে বাতিল করা খুব জটিল বিষয় এবং তাঁরা বিশ্বাস করেন যে এই ধরণের প্রচেষ্টা  জাতির জন্য ক্ষতিকর হবে।

প্রসঙ্গত, ১৮৬৮ সালে অনুমোদিত ১৪ তম সংশোধনী অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যে কেউ সে দেশের নাগরিক। এই সংশোধনী অতীতের ক্রীতদাস এবং তাদের বংশধরদের সমান অধিকার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

বিশ্বের কোন কোন দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয়?

তবে আমেরিকাতেই একমাত্র জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যায় বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও সেই দাবি সঠিক নয়। বিশ্বের কমপক্ষে ৩২টি দেশে এই ধরণের অনিয়ন্ত্রিত নিয়ম চালু আছে এবং অন্য ৩২ টি দেশে এই ধরণের নিয়ন্ত্রিত নিয়মবিধি জারি আছে। যার মধ্যে আছে কানাডা, মেক্সিকো, কোস্টারিকা, গুয়াতেমালা, হন্ডুরাস, আর্জেন্টিনা, ব্রাজিল, ভেনেজুয়েলা প্রভৃতি দেশ।

ইউরোপের একাধিক দেশে জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ন্ত্রিত বিধি জারি আছে। সেইসব দেশের নিয়ম অনুসারে, কোনও শিশুকে জন্মসূত্রে নাগরিকত্ব পেতে হলে বাবা অথবা মা’র মধ্যে কোনও একজনকে সেই দেশের নাগরিক হতে হবে।

চিন এবং রাশিয়ায় জন্মসূত্রে নাগরিকত্ব লাভের কোনও নিয়মবিধি জারি নেই।  

সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
Donald Trump: শরণার্থী তাড়াতে জরুরি অবস্থা জারি করে নামতে পারে সেনা - সম্ভাবনায় ট্রাম্পের 'হ্যাঁ'
সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
Sensex: ডলারের অনুপাতে সর্বনিম্ন ভারতীয় টাকার দর - ডোনাল্ড ট্রাম্পের জয়ে সেনসেক্স, নিফটিতে বৃদ্ধি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in